বাধার মুখে জাপার ইফতার মাহফিল পণ্ড, মাঝপথে ফিরে গেলেন জি এম কাদের
Published: 9th, March 2025 GMT
রাজধানীতে বাধার মুখে জাতীয় পার্টির (জাপা) ইফতার মাহফিল পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার পল্লবীর দুই নম্বর কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল জাপা চেয়ারম্যান জি এম কাদেরের। পরে বাধার খবর পেয়ে তিনি মাঝপথ থেকে ফিরে যান।
দলটির অভিযোগ, বিকেল সাড়ে ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান দিয়ে একদল যুবক পল্লবীর দুই নম্বর কমিউনিটি সেন্টারের সামনে অবস্থান নেয়। জাপাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে ইফতার মাহফিল বন্ধের দাবি জানায় তারা।
জাপার দপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেন, ‘প্রথমে পুলিশ কমিউনিটি সেন্টারের ফটকে তালা ঝুলিয়ে দেয়। এর পর ২০-২৫ জন ছেলে এসে অশালীন স্লোগান দিয়ে ইফতার মাহফিলের ব্যানার ছিঁড়ে ফেলে। নেতাকর্মীকে গালমন্দ দিয়ে সেন্টার থেকে বের করে দেয়।’
কমিউনিটি সেন্টারে যখন হট্টগোল চলছিল, তখন জাপা চেয়ারম্যান জি এম কাদের পথে ছিলেন। খবর শুনে তিনি গাড়ি ঘুরিয়ে ফিরে যান।
এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতিতে জি এম কাদের বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা মাঠে ছিলাম। এই আন্দোলনে যোগ দিয়ে জাতীয় পার্টির দুই নেতা শহীদ হয়েছেন। অনেকেই মামলা ও হামলার শিকার হয়ে কারাবাস করেছেন। এ ছাড়া বিগত সরকারের সব দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। অথচ বর্তমান সরকার আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইফত র প র ট এম ক দ র
এছাড়াও পড়ুন:
৬ মাসে ৮৭ বিলিয়ন ডলার রাজস্ব আয় যুক্তরাষ্ট্রের
২০২৫ সালের প্রথম ছয় মাসে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক থেকে ৮৭ বিলিয়ন ডলারেরও বেশি রাজস্ব আয় করেছে। মার্কিন অর্থদপ্তর থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বৃহস্পতিবার এএফপি এ তথ্য জানিয়েছে।
বুধবার প্রকাশিত সর্বশেষ মাসিক তথ্য অনুসারে, জুনের শেষ পর্যন্ত ৮৭ বিলিয়ন ডলারেরও বেশি শুল্ক রাজস্ব আয় হয়েছে, যা ২০২৪ সালে সংগৃহীত ৭৯ বিলিয়ন ডলারের তুলনায় বেশি।
হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী মার্কিন অর্থনৈতিক নীতিমালাকে ছিঁড়ে ফেলেছেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি দেশের সাথে চুক্তিতে পৌঁছেছে যেখানে বিদ্যমান শুল্কের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি শুল্ক আরোপ করা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ট্রাম্প যে সর্বোচ্চ হার আরোপের হুমকি দিয়েছিলেন তার চেয়েও যথেষ্ট কম।
জুন মাসে শুল্ক রাজস্ব ২৬ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা জানুয়ারিতে সংগৃহীত পরিমাণের প্রায় চারগুণ বেশি।
ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের উপর তিনি যে ব্যাপক শুল্ক আরোপ করেছেন তা আমেরিকাকে ‘আবার মহান ও ধনী’ করে তুলছে। কারণ ১ আগস্টের সময়সীমার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ওয়াশিংটনের সাথে চুক্তিতে পৌঁছাতে দৌড়ঝাঁপ শুরু করেছে বিভিন্ন দেশ।
তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “এক বছর আগে আমেরিকা একটি মৃত দেশ ছিল, এখন এটি বিশ্বের যে কোনো জায়গায় সবচেয়ে জনপ্রিয় দেশ।”
ঢাকা/শাহেদ