ফরিদপুরের শ্রমজীবী মানুষের সঙ্গে খোলা আকাশের নিচে বসে ইফতারি সারলেন সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরা। গত ৬ মার্চ সন্ধ্যায় ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে (শহর শাখা) শতাধিক ভ্যান, রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষের সঙ্গে ইফতারি সারেন ফরিদপুরের সুহৃদরা।
এ সময় উপস্থিত ছিলেন– সুহৃদ উপদেষ্টা অধ্যাপক আলতাফ হোসেন, ফরিদপুর সুহৃদের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সহসভাপতি নাজমুল ইসলাম মিরান ও হারুনার রশিদ, সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম, নারী সম্পাদক শামীমা নাসরিন শিমু, সহ-স্বেচ্ছাসেবী সদস্যরা। শিক্ষক, স্বেচ্ছাসেবী নেতা, সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে বসে ইফতার করতে পেরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রমজীবী মানুষ।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় আয়োজন সম্পর্কে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আলতাফ হোসেন বলেন, ‘পবিত্র রমজান আমাদের সামাজিক ন্যায্যতার শিক্ষা দেয়। সমাজের শ্রেণিবৈষম্য বিলোপের তাগিদ দেয় এই মাস। সংযমসাধন ও ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে আনতে পারলেই সার্থক হবে আমাদের এই ইবাদত। তিনি বলেন, সব শ্রেণির মানুষকে নিয়ে একসঙ্গে ইফতার করার মানসিকতা ও চর্চা বাড়াতে পারলেই প্রকৃত অর্থে বৈষম্যের বিরুদ্ধে কাজ করা হবে। সমকাল সুহৃদ সমাবেশ বিগত বছরগুলোর মতো এবারও একই উদ্যোগ নিয়েছে। আমরা আমাদের সব উদ্যোগের মধ্য দিয়ে সাম্য ও মানবতার বার্তা সমাজে পৌঁছে দিতে চাই।’ v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ফরিদপুর
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়
ছবি: প্রথম আলো