নিউজিল্যান্ডের টি-২০ দলে আইপিএলের ধাক্কা, অধিনায়ক ব্রেসওয়েল
Published: 11th, March 2025 GMT
পাকিস্তানের বিপক্ষে ১৬ মার্চ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। ২২ মার্চ আইপিএল শুরু হওয়ার কারণে ওই সিরিজে রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, মিশেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও লকি ফার্গুসন খেলবেন না। কেন উইলিয়ামসন আইপিএল না খেললেও পিএসএল খেলবেন, যে কারণে বিশ্রাম নিয়েছেন আসন্ন সিরিজ থেকে।
মাইকেল ব্রেসওয়েলকে অধিনায়ক করে এবং আইপিএলে ডাক না পাওয়া ক্রিকেটারদের সঙ্গে কিছু নতুন খেলোয়াড় ডেকে টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। টপ অর্ডার ব্যাটার ফিন অ্যালেন ও উইকেটরক্ষক ব্যাটার টিম শেইফার্ট দলে ফিরেছেন। আছেন অভিজ্ঞ জেমি নিশাম।
এছাড়া পেসার ম্যাট হেনরি, কাইল জেমিনসন, উইল ও’রর্কি সিরিজের আংশিক খেলবেন। নিউজিল্যান্ডের দলে ফিরেছেন লেগ স্পিনার ইশ শোধি, পেসার বেন সিয়ার্সরা। পেসার মিশেল হে প্রথমবার দলে যুক্ত হয়েছেন।
ব্ল্যাক ক্যাপস বোর্ডের নির্বাচন স্যাম ওয়েলস বলেন, ‘দলের অর্ধেক ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ফিরছে, তাদের যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের। পরবর্তী আইসিসির টুর্নামেন্টে যাওয়ার জন্য পাকিস্তান সিরিজ নতুনদের জন্য প্রমাণ করার দারুণ সুযোগ।’
নিউজিল্যান্ডের টি-২০ দল: মাইকেল ব্রেসওয়েল, ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, জাকারি ফলকেস (শেষ দুই ম্যাচ), মিশেল হে, ম্যাট হেনরি (শেষ দুই ম্যাচ), কাইল জেমিনসন (প্রথম তিন ম্যাচ), ড্যারেল মিশেল, জেমি নিশাম, উইল ও’রর্কি (প্রথম তিন ম্যাচ), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ শোধি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প ক স ত ন ক র ক ট দল
এছাড়াও পড়ুন:
দুই মিনিটের বিতর্কিত দৃশ্য দিয়ে আলোচনায়, পরে বলিউডকে বিদায় জানান সেই অভিনেত্রী
বলিউডের ইতিহাসে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁরা শূন্য থেকে শুরু করে রাতারাতি পরিচিতি পেয়েছেন; পরে আবার হঠাৎই হারিয়ে গেছেন। কিমি কাতকার তেমনই একজন। ১৯৮০-এর দশকে বলিউডে তিনি ছিলেন আলোচিত ও সাহসী অভিনেত্রীদের একজন।
কিমির উত্থান
আশির দশকটি বলিউডে সৃজনশীল ও পরিবর্তনের সময় ছিল, যেখানে অনেক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী তাঁদের ছাপ ফেলেছেন। কিমি ছিলেন সেই সময়ের অন্যতম উদীয়মান নায়িকা। পর্দায় সাহসী দৃশ্যের জন্য তিনি ব্যাপক পরিচিতি পান। যদিও তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার ছিল খুবই সংক্ষিপ্ত; কিন্তু এর মধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দেন।
মুম্বাইতে জন্ম নেওয়া কিমি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে, পরে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। ১৯৮৫ সালে ‘অ্যাডভেঞ্চার অব টারজান’ দিয়ে আলোচিত হন তিনি। সিনেমার সাফল্য তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। হেমন্ত বীরজের সঙ্গে জুটি বেঁধে তিনি দর্শকদের মন মাতিয়ে দেন। তবে এ ছবিতেই একটি নগ্ন দৃশ্যে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন। দৃশ্যটি নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘সেই সময় আমি জানতাম না এই দৃশ্য কতটা বিতর্কিত হবে। কিন্তু অভিনয় আমার জন্য সব সময় ছিল সত্যিই একটি চ্যালেঞ্জ।’ এরপর ১৯৮০-এর দশকের শেষের দিকে অমিতাভ বচ্চন, অনিল কাপুর, গোবিন্দ ও আদিত্য পঞ্চোলির সঙ্গেও সিনেমা করেন তিনি। তাঁর নাচ ও অভিনয়ের দক্ষতা দর্শকদের কাছে তাঁকে প্রিয় করে তোলে।
‘অ্যাডভেঞ্চার অব টারজান’-এ কিমি কাতকার। আইএমডিবি