চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে। টাইব্রেকারে জিতে রিয়াল মাদ্রিদ ও পিএসজি শেষ আটে পা রেখেছে। অন্যদিকে আর্সেনাল, অ্যাস্টন ভিলা বড় ব্যবধানে জিতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। বায়ার্ন মিউনিখ কিংবা বার্সেলোনারও দুর্ভোগ পোহাতে হয়নি। নির্ধারিত সময়ের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ও লিলির ম্যাচটাই কেবল জমে উঠেছিল। যেখানে জার্মান ক্লাবটি ৩-২ গোলে জিতে শেষ আটে এসেছে। 

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর লড়াইয়ে বুধবার রাতে রিয়াল মাদ্রিদ টাইব্রেকারে ৪-২ ব্যবধানে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে শেষ আটে এসেছে। আর্সেনাল দ্বিতীয় লেগে ২-২ গোলে পিএসভির সঙ্গে সমতা করে। তবে প্রথম লেগে ৭-১ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৯-৩ গোলে জিতেছে। 

অ্যাস্টন ভিলা ক্লাব ব্রুগের বিপক্ষে দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছে। প্রথম লেগে ইংলিশ ক্লাবটি ৩-১ গোলে জিতেছিল। দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে জিতেছে উনাই এমেরির দল। এর আগে টাইব্রেকারে লিভারপুলকে হারিয়েছে পিএসজি। বায়ার্ন দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে বায়ার লেভারকুসেনকে হারিয়েছে। ইন্টার মিলান দুই লেগে ৪-১ গোলে ফায়েনুর্ডকে হারিয়ে শেষ আটে এসেছে। 

কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ পেয়েছে ইংলিশ ক্লাব আর্সেনালকে। বার্সেলোনা পেয়েছে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডকে। অ্যাস্টন ভিলা খেলবে পিএসজির বিপক্ষে। বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান মুখোমুখি হবে।
আট দল আগামী ৮ ও ৯ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ এবং ১৫ ও ১৬ এপ্রিল দ্বিতীয় লেগে মাঠে নামবে। 

প্রথম লেগে ৮ এপ্রিল মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। পরদিন পিএসজি ও অ্যাস্টন ভিলা এবং বার্সেলোনা ও ডর্টমুন্ডের ম্যাচ মাঠে গড়াবে। দ্বিতীয় লেগে ১৫ এপ্রিল পিএসজি ও অ্যাস্টন ভিলা এবং বার্সেলোনা ও ডর্টমুন্ড মুখোমুখি হবে। ১৬ এপ্রিল রিয়াল ও আর্সেনাল এবং বায়ার্ন ও ইন্টার মিলানের ম্যাচ। কোয়ার্টারের দুই লেগ মিলিয়ে জয়ী দল যাবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসজ ইন ট র ম ল ন অ য স টন ভ ল প রথম ল গ আর স ন ল ফ ইন ল শ ষ আট প এসজ

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ