ক্রাচে ভর দিয়ে হাঁটছেন কেন দ্রাবিড়
Published: 13th, March 2025 GMT
রাহুল দ্রাবিড়ের একটি ছবি গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে রাজস্থান রয়্যালস। ভারতের এক ক্রিকেটপ্রেমীর সেই পোস্টে মন্তব্য, ‘এমনকি সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থারও রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়। দ্রুত সুস্থ হয়ে উঠুন, কিংবদন্তি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে রয়্যালসের পোস্ট অনুসরণ না করলে কিংবা দ্রাবিড়ের হালনাগাদ খবর অজানা থাকলে ভক্তটির শেষ কথায় খটকা লাগতে পারে। সুস্থ হয়ে ওঠা! দ্রাবিড় কি তবে অসুস্থ? হ্যাঁ, রয়্যালসের পোস্ট করা ছবিটি দেখলেই বোঝা যায়। শর্টস এবং টি-শার্ট পরে চেয়ারে বসে আছেন কিংবদন্তি। মুখেও হাসির ছটা। শুধু বাঁ পায়ে মেডিকেল ওয়াকিং বুট। অর্থাৎ বাঁ পায়ে চোট পেয়েছেন দ্রাবিড়।
আরও পড়ুনকত টাকা বেতন পান ভারতের কোচ গম্ভীর, সঙ্গে আর কী সুযোগ-সুবিধা৬ ঘণ্টা আগেকীভাবে চোট পেয়েছেন—সে প্রশ্নের উত্তরে ওই কথাটি বলতে হয় সবার আগে, জাত ক্রিকেটাররা ‘ব্যাট-বল’ জমা দিলেও ‘অনুশীলন’ জমা দেন না। মানে, ক্রিকেট রক্তে ঢুকে গেলে বয়স যতই হোক না কেন, খেলাটা আসলে কেউ ছাড়তে পারে না। ৫২ বছর বয়সী দ্রাবিড় এক যুগ আগে পেশাদার ক্রিকেট ছাড়লেও খেলতে গিয়েছিলেন স্থানীয় এক লিগে। সেখানেই ব্যাটিংয়ের সময় চোট পান টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডধারী ‘দ্য ওয়াল’খ্যাত কিংবদন্তি।
দ্রাবিড়কে নিয়ে একটি ভিডিও আজ পোস্ট করা হয় রয়্যালসের এক্স হ্যান্ডলে। সেখানে দেখা যায়, পায়ের চোট নিয়েই ফ্র্যাঞ্চাইজি দলটির আইপিএল প্রাক্-মৌসুম অনুশীলনে যোগ দিয়েছেন প্রধান কোচের দায়িত্বে থাকা দ্রাবিড়। গলফ কার্টে চড়ে মাঠে ঢোকেন। নামেন ক্রাচে ভর করে। এরপর অবশ্য বেশ ভালোই যুক্ত হয়ে পড়েন অনুশীলনে। রয়্যালসের তরুণ খেলোয়াড় রিয়ান পরাগ, যশস্বী জয়সোয়ালদের সঙ্গে কথা বলেন। ভিডিওতে দেখা যায়, জয়সোয়াল তাঁর ‘শ্যাডো শট’ দেখিয়ে কোনো একটি বিষয়ে কথা বলছিলেন দ্রাবিড়ের সঙ্গে। সম্ভবত পরামর্শ নিচ্ছিলেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম শুদ্ধ ও সুন্দর ব্যাটসম্যানটির কাছ থেকে। পুরো অনুশীলন সেশনই বসে দেখেছেন দ্রাবিড়।
ভারতের হয়ে ১৬৩ টেস্টে ১৩২৬৫ রান (দ্বিতীয় সর্বোচ্চ) করা দ্রাবিড়ের চোট পাওয়ার ছবি পোস্ট করে ক্যাপশনে রয়্যালস লিখেছে, ‘বেঙ্গালুরুতে ক্রিকেট খেলতে গিয়ে চোট পেয়েছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি সুস্থ হয়ে উঠছেন এবং আজ (কাল) জয়পুরে আমাদের অনুশীলনে যোগ দেবেন।’
আরও পড়ুনচলে গেলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা ভারতীয় ক্রিকেটার সৈয়দ আবিদ আলী১ ঘণ্টা আগেশ্রী নাসুর মেমোরিয়াল শিল্ডে গত সপ্তাহে গ্রুপ ওয়ান, ডিভিশন টু সেমিফাইনালে জয়ানগর ক্রিকেটার্সের বিপক্ষে বিজয়া ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন দ্রাবিড়। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, নিজের ১৬ বছর বয়সী ছেলে অন্বয়ের সঙ্গে ম্যাচটি খেলেন দ্রাবিড়। মাত্র দুটি বল খেলার পরই পায়ের মাংসপেশির চোটে পড়েন। কিন্তু এই চোট নিয়েই চতুর্থ উইকেটে ছেলের সঙ্গে জুটি গড়ার পথে ৬৬ বলে ৪৩ রান করেন দ্রাবিড়। তাঁর দল বিজয়া ক্রিকেট ক্লাব অবশ্য ম্যাচটি হেরেছে।
সর্বশেষ ১৩ বছরের মধ্যে দ্রাবিড় গত মাসে প্রথমবারের মতো ক্লাব ক্রিকেটে অংশ নেন। সেটাও ছিল লিগ ম্যাচ, যেখানে দ্রাবিড়ের ব্যাট থেকে আসে ১০ রান এবং তাঁর ছেলে অন্বয় করে ৬০ বলে ৫৮।
২০২২ সালে ভারত জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সরে দাঁড়ান দ্রাবিড়। এরপর রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব নেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প স ট কর
এছাড়াও পড়ুন:
মেয়েকে নিয়ে টিকে থাকতে না পেরে বিদেশ চলে যান পিয়া বিপাশা
লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এরপর অভিনয় করেছেন মিউজিক ভিডিও, নাটক ও সিনেমায়। কিন্তু হুট করেই নাই হয়ে গেলেন। পরে জানা গেল অভিনেত্রী আমেরিকায়। গেল পাঁচ বছর সেখানেই বাস করছেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রবাসজীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
পিয়া বিপাশা জানান, একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তাঁর প্রেম ও ভালোবাসা তৈরি হয়। তারপর তাঁরা বিয়ে করেন। দুজনে মিলে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা সারেননি। চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা।
পিয়া বিপাশা বলেন, ‘বাংলাদেশে ভালো লাগত না। কারণ, লবিং ছাড়া কাজ হতো না। ভালো একটা সিনেমা করার কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। এরপর আমার মিডিয়ায় কাজ করার ইচ্ছাই নষ্ট হয়ে যায়। আমি আসলে কাজ করতে চেয়েছিলাম টাকা কামানোর জন্য। কাজ না করতে পারলে টাকা কামাব কী করে। তাই সিদ্ধান্ত নিই অন্য কিছু করার।’
বিপাশার কথায়, ‘টাকা রোজগারের জন্য আমি বিনোদন অঙ্গনে কাজ করেছিলাম। কারণ, আমার একটা মেয়ে ছিল। মেয়েকে নিয়ে টিকে থাকার বিষয় ছিল। পরে দেখলাম, যেভাবে কাজ হয়, আমাকে দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিলাম, আমেরিকায় চলে আসার। এখানে এসে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিই। অনেক টাকাও আয় করছি।’
পিয়া বিপাশা বলেন, ‘সত্যি বলতে এখন আমার এমন অবস্থা, টাকা ইনকাম না করলেও হয়। যতটুকুই করি, আমার মেয়ে ও হাজব্যান্ড ওরাই বলে। আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি, গত পাঁচ বছরে সবই পেয়েছি। টাকাপয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী—সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার—যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না।’
পিয়া বিপাশা জানান, ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিভিন্ন পণ্যের যেসব পোস্ট করেন, তার জন্য বেশ ভালো সম্মানী পান। তাঁর দাবি, এই সম্মানী কখনো দুই হাজার ডলার, আবার কখনো তিন হাজার ডলারের মধ্যে।
২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্র’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। ছোটবেলায় রূপকথার বই পড়তে পছন্দ করতেন। বই পড়ার সময় গল্পের নায়িকার চরিত্রে নিজেকে কল্পনাও করতেন। বড় পর্দায়ও অভিনয় করেছিলেন। ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ নামের সেই ছবি মুক্তি পায়। এরপর ‘রাজনীতি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পরে সেই ছবিতে পিয়া বিপাশার পরিবর্তে অপু বিশ্বাস অভিনয় করেন।