রাহুল দ্রাবিড়ের একটি ছবি গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে রাজস্থান রয়্যালস। ভারতের এক ক্রিকেটপ্রেমীর সেই পোস্টে মন্তব্য, ‘এমনকি সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থারও রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়। দ্রুত সুস্থ হয়ে উঠুন, কিংবদন্তি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে রয়্যালসের পোস্ট অনুসরণ না করলে কিংবা দ্রাবিড়ের হালনাগাদ খবর অজানা থাকলে ভক্তটির শেষ কথায় খটকা লাগতে পারে। সুস্থ হয়ে ওঠা! দ্রাবিড় কি তবে অসুস্থ? হ্যাঁ, রয়্যালসের পোস্ট করা ছবিটি দেখলেই বোঝা যায়। শর্টস এবং টি-শার্ট পরে চেয়ারে বসে আছেন কিংবদন্তি। মুখেও হাসির ছটা। শুধু বাঁ পায়ে মেডিকেল ওয়াকিং বুট। অর্থাৎ বাঁ পায়ে চোট পেয়েছেন দ্রাবিড়।

আরও পড়ুনকত টাকা বেতন পান ভারতের কোচ গম্ভীর, সঙ্গে আর কী সুযোগ-সুবিধা৬ ঘণ্টা আগে

কীভাবে চোট পেয়েছেন—সে প্রশ্নের উত্তরে ওই কথাটি বলতে হয় সবার আগে, জাত ক্রিকেটাররা ‘ব্যাট-বল’ জমা দিলেও ‘অনুশীলন’ জমা দেন না। মানে, ক্রিকেট রক্তে ঢুকে গেলে বয়স যতই হোক না কেন, খেলাটা আসলে কেউ ছাড়তে পারে না। ৫২ বছর বয়সী দ্রাবিড় এক যুগ আগে পেশাদার ক্রিকেট ছাড়লেও খেলতে গিয়েছিলেন স্থানীয় এক লিগে। সেখানেই ব্যাটিংয়ের সময় চোট পান টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডধারী ‘দ্য ওয়াল’খ্যাত কিংবদন্তি।

দ্রাবিড়কে নিয়ে একটি ভিডিও আজ পোস্ট করা হয় রয়্যালসের এক্স হ্যান্ডলে। সেখানে দেখা যায়, পায়ের চোট নিয়েই ফ্র্যাঞ্চাইজি দলটির আইপিএল প্রাক্‌-মৌসুম অনুশীলনে যোগ দিয়েছেন প্রধান কোচের দায়িত্বে থাকা দ্রাবিড়। গলফ কার্টে চড়ে মাঠে ঢোকেন। নামেন ক্রাচে ভর করে। এরপর অবশ্য বেশ ভালোই যুক্ত হয়ে পড়েন অনুশীলনে। রয়্যালসের তরুণ খেলোয়াড় রিয়ান পরাগ, যশস্বী জয়সোয়ালদের সঙ্গে কথা বলেন। ভিডিওতে দেখা যায়, জয়সোয়াল তাঁর ‘শ্যাডো শট’ দেখিয়ে কোনো একটি বিষয়ে কথা বলছিলেন দ্রাবিড়ের সঙ্গে। সম্ভবত পরামর্শ নিচ্ছিলেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম শুদ্ধ ও সুন্দর ব্যাটসম্যানটির কাছ থেকে। পুরো অনুশীলন সেশনই বসে দেখেছেন দ্রাবিড়।

ভারতের হয়ে ১৬৩ টেস্টে ১৩২৬৫ রান (দ্বিতীয় সর্বোচ্চ) করা দ্রাবিড়ের চোট পাওয়ার ছবি পোস্ট করে ক্যাপশনে রয়্যালস লিখেছে, ‘বেঙ্গালুরুতে ক্রিকেট খেলতে গিয়ে চোট পেয়েছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি সুস্থ হয়ে উঠছেন এবং আজ (কাল) জয়পুরে আমাদের অনুশীলনে যোগ দেবেন।’

আরও পড়ুনচলে গেলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা ভারতীয় ক্রিকেটার সৈয়দ আবিদ আলী১ ঘণ্টা আগে

শ্রী নাসুর মেমোরিয়াল শিল্ডে গত সপ্তাহে গ্রুপ ওয়ান, ডিভিশন টু সেমিফাইনালে জয়ানগর ক্রিকেটার্সের বিপক্ষে বিজয়া ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন দ্রাবিড়। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, নিজের ১৬ বছর বয়সী ছেলে অন্বয়ের সঙ্গে ম্যাচটি খেলেন দ্রাবিড়। মাত্র দুটি বল খেলার পরই পায়ের মাংসপেশির চোটে পড়েন। কিন্তু এই চোট নিয়েই চতুর্থ উইকেটে ছেলের সঙ্গে জুটি গড়ার পথে ৬৬ বলে ৪৩ রান করেন দ্রাবিড়। তাঁর দল বিজয়া ক্রিকেট ক্লাব অবশ্য ম্যাচটি হেরেছে।

সর্বশেষ ১৩ বছরের মধ্যে দ্রাবিড় গত মাসে প্রথমবারের মতো ক্লাব ক্রিকেটে অংশ নেন। সেটাও ছিল লিগ ম্যাচ, যেখানে দ্রাবিড়ের ব্যাট থেকে আসে ১০ রান এবং তাঁর ছেলে অন্বয় করে ৬০ বলে ৫৮।

২০২২ সালে ভারত জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সরে দাঁড়ান দ্রাবিড়। এরপর রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব নেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প স ট কর

এছাড়াও পড়ুন:

যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা

রাজধানীতে হাত ও পা বেঁধে রড দিয়ে পিটিয়ে আনোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে যাত্রাবাড়ীর কাউন্সিল শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির একটি কারখানায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিদ্যুৎমিস্ত্রি ছিলেন আনোয়ার হোসেন। তাঁর কর্মস্থল ছিল পুরান ঢাকার সদরঘাটে। পারিবারিক সূত্র জানায়, আনোয়ার হোসেন স্ত্রী ও দুই মেয়ে নিয়ে রাজধানীর মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় থাকতেন।

আনোয়ারের ভাই দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে আনোয়ার বাসা থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। পরে খবর পান, তাঁর ভাইকে কাউন্সিল উত্তর শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির গ্যারেজে নিয়ে হাত–পা বেঁধে রাখা হয়েছে। এরপর সেখানে গিয়ে আনোয়ারের হাত–পা বাঁধা ও রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় দেখতে পান তাঁর মা।

লোহার রড দিয়ে পেটানো হয়েছে বলে মৃত্যুর আগের তাঁর মাকে জানিয়েছিলেন আনোয়ার। তাঁর ভাই এ কথা জানিয়ে বলেন, এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। এরপর যাত্রাবাড়ীর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

গতকাল সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভোরে সঙ্গী সুমনকে নিয়ে আনোয়ার বাসের কাঠামো তৈরির কারখানায় চুরি করতে যান। এ সময় সেখানে থাকা লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। তাঁর সঙ্গী সুমন পালিয়ে যান।

সম্পর্কিত নিবন্ধ

  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার
  • সিলেটে বাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ২২
  • যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা