ঢাকায় ২২তম বিসিএস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার অফিসার্স ক্লাবে এ মাহফিলের আয়োজন করা হয়।

ফোরামের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব জনাব হাফিজুল্লাহ্‌ খান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠেয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাব ঢাকার কোষাধ্যক্ষ, সরকারের অবসরপ্রাপ্ত সচিব এম এ খালেক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২২তম বিসিএস প্রশাসন ফোরামের সভাপতি শামসুল ইসলাম মেহেদী, ফোরামের সহসভাপতি পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাসিরুল ইসলাম শামীম, ২৫০ শয্যাবিশিষ্ট  টিবি হাসপাতালের পরিচালক ডা.

আয়শা আক্তার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন), সহযোগী অধ্যাপক মো. শাহজাহান, বিটিসিএল মহাপরিচালক এস ওয়াজেদ আলী, ফোরামের যুগ্মসম্পাদক ও তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ গোলাম আজম, ফোরামের কোষাধ্যক্ষ ও কাস্টমসের কমিশনার মোহাম্মদ আবু ওবায়দাসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও ফোরামের সদস্যরা।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পুলিশ কমিশনার আশফিকুজ্জামান আকতার। সংবাদ বিজ্ঞপ্তি।

উৎস: Samakal

কীওয়ার্ড: ইফত র অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ