পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির ইফতার অনুষ্ঠানের মঞ্চে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন খানের উপস্থিত নিয়ে সমালোচনার ঝড় বইছে। গত বুধবার বিকেলে উপজেলার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।
আনোয়ার হোসেন খান মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পটুয়াখালী জেলা কমিটির সদস্য। এছাড়া তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দেউলী সুবিদখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, দেউলি সুবিদখালী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিএনপি আয়োজিত এ ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এবং বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন। ইফতার মাহফিলের আগে আলোচনা সভায় মঞ্চের পেছনের সারিতে বসা ছিলেন আনোয়ার হোসেন খান।
এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.
উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নুর দাবি, আনোয়ার খানকে দাওয়াত দেওয়া হয়নি। তিনি বিনা দাওয়াতে কীভাবে ও কখন ঢুকে পড়েছেন তা দেখিনি। বিষয়টি তদন্ত করে দেখা হবে কে বা কারা তাকে দাওয়াত দিয়েছেন।
তবে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন খান বলছেন, ‘দাওয়াত দিয়েছেন তারা, তাই গিয়েছিলাম। না গেলেও তো আবার দোষ ধরে বলতো চেয়ারম্যান আসেননি।’
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ব এনপ র স ইফত র ম আওয় ম উপজ ল
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ
চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।