ফেসবুক প্রোফাইল ও পোস্টে পছন্দের গান যোগ করা যায়। এর ফলে ফেসবুক ব্যবহারকারীরা সহজেই নিজেদের প্রোফাইল ও পোস্টে পছন্দের গানের সংক্ষিপ্ত ক্লিপ যোগ করতে পারেন। ফলে অন্যরা প্রোফাইলে প্রবেশ করে বা পোস্ট দেখার সময় সেই গান শুনতে পারেন। ফেসবুক প্রোফাইল ও পোস্টে পছন্দের গান যোগ করার পদ্ধতি দেখে নেওয়া যাক।

ফেসবুক প্রোফাইলে গান যোগ করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপ চালু করে প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। এরপর এডিট প্রোফাইলের পাশে থাকা তিনটি ডট বিন্দুতে ক্লিক করে প্রোফাইল সেটিংসের নিচে থাকা সার্চ অপশন নির্বাচন করতে হবে। এবার নিচে স্ক্রল করে মিউজিক অপশন নির্বাচনের পর পাশে থাকা প্লাস আইকনের মাধ্যমে পছন্দের গান নির্বাচন করতে হবে। এরপর পাশে থাকা তিনটি ডট বিন্দুতে ক্লিক করে সিলেক্ট করলেই গানটি প্রোফাইলে যুক্ত হয়ে যাবে।

আরও পড়ুনআপনার ফেসবুক অ্যাকাউন্ট কি অন্য কেউ লুকিয়ে ব্যবহার করছে১৩ সেপ্টেম্বর ২০২৪

ফেসবুক পোস্টে গান যোগ করার জন্য প্রথমে পোস্ট বক্সে ট্যাপ করতে হবে। এরপর নিচে প্রদর্শিত অপশন থেকে মিউজিক নির্বাচন করতে হবে। এবার সার্চ বারে পছন্দের গান লিখে সার্চ করার পর বা প্রদর্শিত গানে ট্যাপ করলেই গানটি পোস্ট বক্সে দেখা যাবে। এবার পোস্ট বক্সে গানের ওপরে থাকা অ্যাড মিডিয়া অপশনে ট্যাপ করে গ্যালারি থেকে ছবি যুক্ত করতে হবে। এরপর পোস্ট অপশন নির্বাচন করলেই ছবি ও গানসহ পোস্টটি আপলোড হয়ে যাবে।

সূত্র: টেকলুসিভ

আরও পড়ুনফেসবুক পোস্ট নির্দিষ্ট ব্যক্তিদের কাছে লুকিয়ে রাখবেন যেভাবে২৩ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পছন দ র গ ন গ ন য গ কর

এছাড়াও পড়ুন:

নদীতে মিলল স্কুলছাত্রের লাশ, চার সহপাঠী আটক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদী থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে লাশটি উদ্ধার হয়। পুলিশ বলছে, পরিকল্পিতভাবে মারধরের পর ওই স্কুলছাত্রকে নদীতে ফেলে দেয় তার কয়েকজন সহপাঠী। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

নিহত স্কুলছাত্রের নাম রাহাত ইসলাম (১২)। সে নগরের চান্দগাঁও সানোয়ারা বয়েজ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে চান্দগাঁও থানার পূর্ব ফরিদেরপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে। সকালে হামিদচর এলাকায় নদীতে রাহাতের লাশ দেখতে পেয়ে বাসিন্দারা পুলিশকে খবর দেন। এরপর তার লাশ উদ্ধার হয়।

নিহত রাহাতের বাবা লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে গতকাল মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হয়। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক স্থানে সন্ধানের পরও খোঁজ না পেয়ে বিষয়টি রাতেই পুলিশকে জানানো হয়েছিল। সকালে ছেলের লাশ পাওয়া যায়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বন্ধুরা রাহাতকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন তিনি।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত স্কুলছাত্রের চার সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘বাচ্চাটি যাবে না, ম্যাডাম’: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের সন্তানের সঙ্গে মায়ের বিচ্ছেদ
  • প্রযোজক তার সঙ্গে রাত কাটাতে বলেন: অঞ্জনা
  • বৈষম্যবিরোধীদের তোপের মুখে যশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদত্যাগ
  • শ্রীলঙ্কার মাটিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
  • মিরাজ বীরত্বে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখলো বাংলাদেশ
  • সেঞ্চুরির পর ৫ উইকেট, মিরাজ ধন্যবাদ দিলেন ৬ জনকে
  • পেশায় বাসচালক, আড়ালে করেন ইয়াবার কারবার
  • ঢাকায় চালান পৌঁছে প্রতি মাসে পান ৬ লাখ টাকা
  • ১৭ মাস পর দেশের মাটিতে টেস্ট জয় বাংলাদেশের
  • নদীতে মিলল স্কুলছাত্রের লাশ, চার সহপাঠী আটক