Samakal:
2025-08-02@05:43:50 GMT

ছড়া-কবিতা

Published: 14th, March 2025 GMT

ছড়া-কবিতা

রু বে ল  হা বি ব 
ঘোড়ার ডিমে তা

শহর থেকে গুচ্ছ গ্রামে
আনলো ঘোড়া উচ্চ দামে 
আনলো কিনে কে? 
সেই সে গ্রামের গরিব প্রজা 
চেনেই শুধু রাস্তা সোজা 
তারাই এনেছে! 

কেন এনেছে? কেন এনেছে? 
কান পেতে তা বোন শুনেছে- 
ঘোড়ার ডিমে তা দিয়ে রোজ
বাড়বে ঘোড়া যে। 

বোন শুনে যে হাসতে থাকে
হাসতে হাসতে বলতে থাকে 
সহজ সরল মানুষগুলো
খাচ্ছে ধোকা যে!
 

 

স র দা র  আ বু ল  হা সা ন 
ভূতের বাড়ি অচিনপুরে  

ভূতের ছড়া লিখবো বলে কাগজ কলম হাতে 
আপন মনে ভাবছি বসে একলা গভীর রাতে। 
হঠাৎ আমার পড়লো মনে ভূত থাকে বটগাছে
রাতদুপুরে তবলা বাজায় ধিনতা তাধিন নাচে। 
নাঁকি সুরে গান ধরে আর হো-হো-হা-হা হাসে 
সুর-লেহরি অট্টহাসি বাতাসেতে ভাসে। 

মজা করে খায় ভূতেরা ইলিশ মাছের ঝোল
পাউরুটি-দই কেক-চানাচুর মিষ্টি ক্রিমরোল 
আমড়া খেতে ভালোবাসে গাছের পাকা কুল 
আপেল কলা মাল্টা লেবু টসটসে তেঁতুল। 
আর কী খেতে ভালোবাসে বলতে আমায় মানা 
বললে পরে খামচি মেরে করবে দুচোখ কানা। 

দুষ্টু ভীষণ পাজির পাজি ন্যাংড়া ভূতের ছানা 
ভরদুপুরে দেখলে মানুষ সেথায় দেবে হানা। 
লেখাপড়ায় নেই মনোযোগ দুষ্টুমিতে সেরা 
ভূতের বাড়ি অচিনপুরে চোরকাঁটাতে ঘেরা!

 

শা হ রি য়া র  শা হা দা ত 
প্যাকেট ভরা বাতাস

চিপস্ চকোবিন কোম্পানিরা
এই অভিযোগ নিন
আমরা যারা শিশু-কিশোর 
কি চাই প্রতিদিন?  

আমরা ছোটো তাই বলে কী
দিচ্ছে না কেউ সায়
মজার টিফিন একটু বেশি
কে খেতে না চায়? 

প্যাকেট খুলেই অবাক লাগে
চিপস্ থাকে খুব কম
মনভোলানো ক্রিসপি স্বাদে 
খাচ্ছি তা হরদম! 

প্যাকেট মুড়ে নাইট্রোজেন গ্যাস
চিপস্ রাখে মচমচ
তাই বলে চিপস্ খাওয়া মানে
এক্কেবারেই লস্? 

খুব চাওয়া নয়, একটু শুনুন 
এই যে হ্যালো-হাই,
প্যাকেট ভরা বাতাস ছাড়া
চিপস্ চকোবিন চাই!

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

খুলনায় ৮ ঘণ্টার ব্যবধানে ২ জনকে কুপিয়ে হত্যা

খুলনায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় মনোয়ার হোসেন টগর নামে এক যুবক এবং শনিবার (২ আগস্ট) ভোরে দিঘলিয়া উপজেলার বারাকপুরে আল-আমিন সিকদার নামে এক ভ্যানচালক খুন হন। 

দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
পুলিশ জানায়, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর নন্দনপ্রতাপ গ্রামে আল-আমিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আল-আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “আল-আমিনের স্ত্রীর সাবেক স্বামী মো. আসাদুল ঝিনাইদহ থেকে এসে অতর্কিতে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর আসাদুল পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সাবেক স্ত্রীকে বিয়ে করার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।”

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নগরীতে ছুরিকাঘাতে যুবক খুন
অপরদিকে, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হন মনোয়ার হোসেন টগর (২৫) নামে এক যুবক। তিনি ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। 

স্থানীয়রা জানান, রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক টগরের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই আবদুল হাই বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, হত্যাকারীরা টগরের পূর্ব পরিচিত।  তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।” 

ঢাকা/নুরুজ্জামান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ