দীর্ঘ অপেক্ষার পর জাতীয় দলে ফিরেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু ভাগ্য যেন মুখ ফিরিয়েই রেখেছে তার দিকে। ইনজুরির কারণেই আবারও ছিটকে গেলেন ব্রাজিল স্কোয়াড থেকে। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই খবর বড় ধাক্কা হয়ে এসেছে সেলেসাওদের জন্য।

গত ৬ মার্চ ঘোষিত ২৩ সদস্যের দলে নাম ছিল নেইমারের। ১৬ মাস আগে উরুগুয়ের বিপক্ষে হাঁটুতে গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি। সেই সময়টায় অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে কাটাতে হয় তাকে। দীর্ঘ বিরতির পর জানুয়ারিতে ফিরে যান নিজের শৈশবের ক্লাব সান্তোসে। সেখান থেকে নিজেকে প্রমাণ করে জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলে।

তবে ফিরেও খেলা হচ্ছে না তার। নতুন করে উরুতে চোট পেয়ে আবারও ছিটকে গেলেন নেইমার। পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সান্তোসের একাদশে ছিলেন না তিনি, করিন্থিয়াসের বিপক্ষে হেরেও যায় দলটি। এরপরই জানা যায় তার ইনজুরির কথা। যদিও তখন গুরুতর কিছু মনে হয়নি, কিন্তু শেষপর্যন্ত ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র নিশ্চিত করেছেন, জাতীয় দলে খেলা হচ্ছে না নেইমারের।

শুধু নেইমারই নন, চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন দানিলো ও এডারসনও। তাদের বদলি হিসেবে ডাকা হয়েছে সান্দ্রো, এন্দরিক ও লুকাস পেরিকে। দরিভাল বলেন, ‘দল ঘোষণার পর থেকে ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ সকল খেলোয়াড়ের শারীরিক অবস্থা সম্পর্কে প্রতিনিয়ত আমাদের অবগত করেছে।  বিশেষ করে (ইনজুরিতে থাকা) দানিলো, নেইমার ও এডারসনের বিষয়ে। সবকিছু যাচাই-বাছাই শেষে আমরা তাদের পরিবর্তে সান্দ্রো, এন্দরিক ও লুকাস পেরিকে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

কনমেবল বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ব্রাজিল। সরাসরি বিশ্বকাপের টিকিট পেতে হলে মার্চের ম্যাচগুলোতে জয় ছাড়া গতি নেই। আর এই গুরুত্বপূর্ণ সময়ে নেইমারকে না পাওয়াটা নিঃসন্দেহে বড় ধাক্কা সেলেসাওদের জন্য।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ত য় দল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ