আর্জেন্টিনার দল থেকে ছিটকে গেলেন মেসি
Published: 17th, March 2025 GMT
বিশ্বকাপ বাছাইপর্বে ২২ মার্চ উরুগুয়ে ও ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই দুই ম্যাচের দলে ছিলেন বিশ্বকাপ জয়ী আলবিসেলেস্তে তারকা লিওনেল মেসি। কিন্তু ইনজুরিতে ওই দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।
লিওনেল মেসি কিছুদিন ধরে ইনজুরিতে ছিলেন। যে কারণে ইন্টার মায়ামি কোচ দুই ম্যাচে খেলাননি তাকে। তবে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে ফিরে দারুণ এক গোল করেন লিও। দলও জেতে ২-১ ব্যবধানে।
ওই ম্যাচেই নতুন করে অস্বস্তি বোধ করেন মেসি। যে কারণে দল থেকে নাম প্রত্যাহার করেছেন আটটি ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর জ ন ট ন ফ টবল ব র জ ল ফ টবল
এছাড়াও পড়ুন:
জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন
ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার দিবাগত রাতে উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজিলা খাতুন (৪৫) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির মিয়া (৩০) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের সেলিম মিয়ার ছেলে। ঘটনার রাতে স্ত্রী রুমা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যান মনির। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি বাড়ি ফিরে আসেন এবং চার বছরের ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চান। এতে স্ত্রীর সঙ্গে তার আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। তখন মনির শাশুড়িকে ছুরিকাঘাত করেন। পাশাপাশি স্ত্রীকেও আঘাত করেন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফজিলা খাতুনের মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো। তবে অভিযুক্ত পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।