নরসিংদীর রায়পুরায় ৪০ বছর বয়সী এক গৃহবধূকে নিজ ঘরে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনার ভিডিও ধারণ এবং কাউকে কিছু না জানাতে হুমকি দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

সোমবার (১৭ মার্চ) রাতে ভুক্তভোগী নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহর কাছে ঘটনার বর্ণনা দেন। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ এতথ্য জানান।

এর আগে, রবিবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তনসহ আইনে বেশ কিছু সংশোধনী আসছে: আসিফ নজরুল

ভুক্তভোগীর সঙ্গে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, “রবিবার রাতে রাকিব মিয়া (৩২) বাড়িতে প্রবেশ করেন। তিনি গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন। এসময় উপস্থিত রাকিবের দুই সহযোগী ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করেন। পরে রাকিব ও তার সহযোগীরা ভুক্তভোগীর কানে ও গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রীকে এক সঙ্গে হত্যা করবে হবে বলেও তারা হুমকি দেয়।”

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, “অতিরিক্ত পুলিশ সুপার ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি ইন্সপেক্টর তদন্তকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। দ্রুত সময়ের মধ্যেই আসামিরা গ্রেপ্তার হবেন।” 

ঢাকা/হৃদয়/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ