লিওনেল মেসি ও নেইমারের লড়াই দেখার জন্য উন্মুখ ছিলেন সবাই। বিশ্বকাপ বাছাইপর্বে ২৬ মার্চ আর্জেন্টিনা ও ব্রাজিলের হয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল এ দুজনের। কিন্তু ফুটবলপ্রেমীদের সেই আগ্রহে ধাক্কা লাগে চোটে পড়ে গত শনিবার নেইমার ছিটকে গেলে।

চোটের কারণে নেইমার না থাকায় সবার চোখ ছিল মেসির ওপর। ব্রাজিলের বিপক্ষে তাঁর পারফরম্যান্স দেখার অপেক্ষায় ছিলেন সবাই। কিন্তু সেই আশাও আর পূরণ হচ্ছে না। বন্ধু নেইমারের পথ ধরে এবার ছিটকে গেলেন মেসিও।

আর্জেন্টাইন অধিনায়কের ছিটকে যাওয়ার কারণও চোট। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলে জয়ের ম্যাচে বাঁ ঊরুতে ব্যথা পান মেসি। আর বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঊরুর মাংসপেশিতে টান পেয়েছেন মেসি। সুস্থ হয়ে উঠতে আপাতত যুক্তরাষ্ট্রেই থাকবেন।

আরও পড়ুনমেসিকে ছাড়াই ব্রাজিল ও উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা১৫ ঘণ্টা আগে

দল থেকে এভাবে ছিটকে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন মেসি নিজেও। তবে দলে না থাকলেও দূর থেকে দলকে সমর্থন দিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি, ‘জাতীয় দলের হয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি খুবই বিশেষ ম্যাচ খেলতে না পারা দুঃখজনক। বরাবরের মতো আমি সেখানে থাকতে চেয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে একটি ছোট চোট আবার আমাকে খেলা থেকে বিরতি নিতে বাধ্য করেছে। দল থেকে আমাকে ছিটকে দিয়েছে। আমি এখান থেকেই দলকে উৎসাহ দেব এবং অন্য আরেকজন ভক্তের মতো দলকে সমর্থন দেব।’

মেসির বার্তা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ