নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন: রিপন
Published: 18th, March 2025 GMT
নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা চাই সবক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা, জবাবদিহিমূলক সরকার।
এক্স-জেসিডি ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (ইইবি)-এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ড.
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে রমনার আইইবিতে এই অনুষ্ঠান হয়। নির্বাচন ছাড়া একটি প্রকৃত সংস্কার সম্ভব না বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
আরো পড়ুন:
ফেসবুকে পোস্ট নিয়ে কুমিল্লায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
আছিয়া স্মরণে মাগুরায় বিএনপির দোয়া ও ইফতার
তিনি আরো বলেন, “এমপিদের বেতন বাড়ানো উচিত। সংসদ সদস্য হবে একটি ফুলটাইম। কিন্তু সংসদ সদস্যদের বর্তমান বেতন কাঠামো ফুলটাইম জবের মতো নয়। বেতন আরো বাড়ানো দরকার। প্রয়োজনে অবসর ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্স-জেসিডি ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর আহ্বায়ক প্রকৌশলী শোয়েব বাসরী হাবলু।
আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য আবুল খায়ের ভূইয়া, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, প্রকৌশলী শাহ খালেদ হাসান চৌধুরী পাহিন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক প্রমুখ।
নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন: আসাদুজ্জামান রিপন
ঢাকা/হাসান/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দূর্বৃত্তদের গুলি
ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছেন দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ফল ব্যবসায়ী উত্তম সাংবাদিকদেট জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করি প্লাজারের মালিক আলহাজ্ব নান্টু সাহেব অপর এক দোকান থেকে ফল কিনছিলেন।
এমন সময় তিনি গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথারি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, গুলির সময় ব্যবসায়ী নান্টু তার ব্যবহৃত প্রাইভেট কারে দ্রুত উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে চলে যান। অপরদিকে হামলাকারী সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।
ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ পরে থাকতে দেখা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি, এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছেন তদন্তপূর্বক আইনগনের ব্যবস্থা নেওয়া হবে।