দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় একই দড়িতে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার এলুয়ারী ইউনিয়নের লিচুপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চকযামেনি কাজীপাড়া গ্রামের আবুল হোসেনের মেয়ে লাকি বেগম (২৬) ও লাকি বেগমের মেয়ে মরিয়ম (০৬)। এ ঘটনায় লাকি বেগমের স্বামী ওই এলাকার আনসার আলীর ছেলে মহরম আলী (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর আগে লাকি বেগম ও মহরম আলীর বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যা সন্তানেরও জন্ম হয়। বেশ কিছুদিন ধরে লাকির স্বামী পরকীয়ার বিষয় নিয়ে সন্দেহ করতেন এবং এ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া ও পারিবারিক কলহ লেগে থাকতো। এর আগে মহরম আলীর বিয়ে হয়েছিল, সেই সংসারে তার একটি কন্যা সন্তান রয়েছে। তবে প্রথম স্ত্রী মারা গেছেন। মঙ্গলবার সকালে প্রথম স্ত্রীর মেয়েকে সেমাই-চিনি দিতে যান মহরম আলী। দুপুরে লাকি বেগম ও মরিয়মকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী মহরম আলীকে আটক করে।

আরো পড়ুন:

ছাত্র আন্দোলনে নিহত তানজিন তিশার সহকারীর লাশ কবর থেকে উত্তোলন

নেত্রকোণার ধনু নদ থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

নিহত লাকি বেগমের মা মঞ্জিলা বেগম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তার জামাতা মহরম আলী ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মেয়েকে মেরে ফেলার কথা বলে। তার মেয়েকে তার জামাতা হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
 

ঢাকা/মোসলেম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। 

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।

১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।

ঢাকা/আহসান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ