বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে শাখা ছাত্রদল। এতে হলের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১৮ মার্চ) নাজমুল আহসান হলের খেলার মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের সার্বিক পৃষ্ঠপোষকতা করেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো.

শফিকুল ইসলাম শফিক।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এবং ইফতারের মাধ্যমে এক বন্ধন তৈরি করতে এই আয়োজন করা হয় বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। অপরদিকে, শিক্ষার্থীদের অনেকেই এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিষয়ে শহীদ নাজমুল আহসান হল ছাত্রদলের সংগঠক আব্দুল্লাহ আল নোমান নিয়ন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সব ন্যায্য দাবি আদায়ে সোচ্চার থাকতে চায়। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই হলের সব শিক্ষার্থীদের নিয়ে আমাদের এ আয়োজন। ছাত্রদল যেন আরো ভালোভাবে এ বিশ্ববিদ্যালয়ের, সমাজের তথা দেশের সেবা করার মাধ্যমে এগিয়ে যেতে পারে, এজন্য সবার দোয়া ও সমর্থন চাই।”

বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফিক বলেন, “হলে হলে ছাত্রদলের পক্ষ থেকে ইফতারের আয়োজনের উপলক্ষ হলো, হলের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সেতুবন্ধন তৈরি করা।”

ঢাকা/লিখন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র ইফত র

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ