ভারত ম্যাচের জন্য ২৪ জনের বাংলাদেশ দল, কে কে আছেন
Published: 20th, March 2025 GMT
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে ২৪ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ সকালে ঘোষিত দলে অবধারিতভাবে আছেন এই মুহূর্তে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় বিজ্ঞাপন হামজা চৌধুরী।
সম্প্রতি সৌদি আরবে ১২ দিনের ক্যাম্প করে আসা ২৯ জনের দল থেকে বাদ পড়েছেন তিন ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা ও আরিফ হোসেন এবং ডিফেন্ডার তাজ উদ্দিন। ইতালিপ্রবাসী ফাহামিদুলের বাদ পড়ার বিষয়টি আগেই জানাজানি হয়েছিল। এ নিয়ে এখনো অনেক আলোচনা-সমালোচনা চলছে।
দলে গোলকিপার তিনজন, রক্ষণভাগে সাতজন, আক্রমণভাগে খেলবেন পাঁচজন। মাঝমাঠের খেলোয়াড়দের আধিক্য বেশি—নয়জন। হামজার সঙ্গে অধিনায়ক জামাল ভূঁইয়া, শেখ মোরছালিনের মতো উঠতি তারকা, কানাডায় দীর্ঘ দিন কাটিয়ে আসা সৈয়দ শাহ কাজেম কিরমানি আছেন এই তালিকায়। শাহ কাজেমের আরেক পরিচয় বাংলাদেশের সাবেক ক্রিকেটার হালিম শাহর ছেলে।
ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ফেব্রুয়ারিতে ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তখনই প্রথমবারের মতো ডাক পান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা।
আরও পড়ুনহামজা চৌধুরী কে, কেমন খেলেন, বাংলাদেশ দল কতটা উপকৃত হবে৩ ঘণ্টা আগেসৌদিতে ক্যাম্প করতে যাওয়ার যাওয়ার আগে স্কোয়াড থেকে এক ঝটকায় আটজনকে ছেঁটে ফেলেন কাবরেরা। ক্যাম্পে মিডফিল্ডার পাপন সিংহ ও ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা চোটে পড়লে স্কোয়াড নেমে আসে ২৮ জনে। সেই স্কোয়াড থেকে আরও চারজনকে বাদ দিয়ে আজ ঘোষণা করা হলো চূড়ান্ত দল।
শিলংয়ে রওনা হওয়ার আগে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট