যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, তাঁর স্ত্রী নিয়তি রানী রায়, দুই ছেলে রাজীব কুমার রায় ও সজীব কুমার রায়ের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, রনজিৎ কুমার রায়ের যে স্থাবর সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত, তার বেশির ভাগই যশোরে।

আজ আদালত রণজিতের ২৫টি, নিয়তির ২১টি, রাজীবের ৫৩টি, রাজীবের স্ত্রী ঋষিতা সাহার ২০টি, সজীবের ১২টি ও সজীবের স্ত্রী অনিন্দিতা মালাকারের ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।

অন্যদিকে বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.

জাকির হোসেন আজ এই আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, হাবিবুরের সাতটি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ৯৪ লাখ ৮ হাজার ৫৯২ টাকা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স থ বর

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ