নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের শতবর্ষি শিক্ষা প্রতিষ্ঠান দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজনে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং সাবেক ও বর্তমান শিক্ষকরা অংশ নেন।

দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলেয়া বেগম।

আয়োজক প্রাক্তন শিক্ষার্থীরা জানান, ৬ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষা জীবনের বিভিন্ন খুটিনাটি স্মৃতিচারণ করেন। এ আয়োজনে অতিথি হিসেবে ছিলেন প্রয়াত হাজী উজির আলীর উত্তরসুরীরাও।

ইফতার মাহফিলের অনাড়ম্বর এ আয়োজনের প্রশংসা করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ বলেন, “এই আয়োজনটা হচ্ছে ভ্রাতৃত্বের আয়োজন। সিনিয়র-জুনিয়র মিলে এই ইফতার উপলক্ষে দেখা হয়, সাক্ষাৎ হয়।

অনেকে অনেক ব্যস্ততার কারণে দেখা হয় না সাক্ষাৎ হয় না। কিন্তু এ অনুষ্ঠানের মাধ্যমে অনেক স্মৃতিচারণ হয়। আপনাদের এই বিশাল আয়োজন দেখে আমরা অনেক মুগ্ধ। এ অনুষ্ঠান করতে আয়োজক কমিটিরা মনে হয় অনেক কষ্ট করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সরকারি কাজে ব্যস্ত হয়ে পড়ায় উপস্থিত হতে পারেননি বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ।

তিনি আরও বলেন, “আমাদের জেলা প্রশাসক স্যার নারায়ণগঞ্জ নিয়ে অনেক চিন্তিত। এ নারায়ণগঞ্জকে গ্রিন নারায়ণগঞ্জ তৈরি করতে আপ্রাণ চেষ্টা করছেন তিনি। এতে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা আমরা চাই।”

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ বলেন, “আগে বুঝতে পারিনি এত বিশাল ও সুন্দর একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদের উপস্থিতি দেখে বুঝতে পারছি এই বিদ্যালয়টি অনেক পুরোনো। ফতুল্লা থানায় এই স্কুলটি যুগ যুগ ধরে আলো ছড়িয়ে আসছে, এই আয়োজন তার প্রমাণ। প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই আয়োজনটি করেছে এবং আমাদেরকে এখানে দাওয়াত করায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে আপনাদের কাছে চির কৃতজ্ঞ।”

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন এ বিদ্যালয়ের প্রাক্তন ধর্মীয় শিক্ষক মোফাজ্জল হোসেন। সন্ধ্যায় ইফতারের পর এ আয়োজনের সমাপ্তি হয়।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ ন উপস থ ত সহক র

এছাড়াও পড়ুন:

সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির   ২০২৪ -২০২৬  প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র  সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে  এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ,  বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে  বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 

সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে  পালন করা হবে।  সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং  র‌্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘

আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি  ঘোষনা করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
  • ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
  • নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
  • সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক
  • আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
  • সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত