এনজেড টেক্স গ্রুপ-ক্র্যাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে কোরআন তিলাওয়াত, হামদ, নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ক্র্যাব সদস্যদের সন্তানদের মধ্যে গত ১৮ মার্চ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২০ জন অংশ নেন।
আরো পড়ুন:
সাংবাদিকদের সমস্যা চিহ্নিতে কাজ চলছে: কামাল আহমেদ
বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র ইফতার মাহফিল
শুক্রবার (২১ মার্চ) রাজধানীর সেগুন বাগিচায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল। শুভেচ্ছা বক্তব্য দেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।
শুভেচ্ছা বক্তব্যে বিএনপির মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “ক্র্যাব প্রতি বছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে শুনে খুব ভালো লাগছে। জাতীয় প্রয়োজনে ক্র্যাব সদস্য সাংবাদিকরা অতীতের মতো ভবিষ্যতেও ভূমিকা রাখবে।”
জামায়াতের ড.
এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ক্র্যাবের সদস্যদের বিগত জুলাই আন্দোলনের সময়কার ত্যাগের কথা তুলে ধরেন। নূরুল হক নূর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় ক্র্যাবের প্রতি কৃতজ্ঞতা জানান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াতের ঢাকা মহানগর কমিটির সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান, গণ-অধিকার পরিষদের নূরুল হক নূর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি (রাজনৈতিক, গণমাধ্যম ও তথ্য) গোকুল ভি কে, পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামূল হক সাগর, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পুলিশ দপ্তরের তথ্য অফিসার এ কে এম কামরুল আহছান, বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্র্যাবের সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, যুগ্ম সম্পাদক নিয়াজ আহম্মেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান, মোহাম্মদ জাকারিয়া।
ঢাকা/এএএম/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ত ল ইসল ম সদস য
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ
চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।