ভুল হলে দেশবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ নাসীরুদ্দীন পাটওয়ারীর
Published: 23rd, March 2025 GMT
গণ–অভ্যুত্থানের ছাত্ররা এখন রাজনীতিতে আসছেন। সে জায়গায় কিছু ক্ষেত্রে ভুল হয়ে থাকলে দেশবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন। এনসিপির ‘শ্রমিক উইং’–এর (শ্রমিক শাখা) আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আরও পড়ুনহাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসকে শিষ্টাচারবর্জিত বললেন নাসীরুদ্দীন পাটোয়ারী২২ মার্চ ২০২৫সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়কারী বলেন, ‘একটি বিশাল বড় অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আন্দোলন এবং পলিটিক্যাল জায়গা—দুটি আলাদা জায়গা। সে জায়গা থেকে এই গণ–অভ্যুত্থানের ছাত্ররা নিজেদের পলিটিক্যাল জায়গাটায় ট্রান্সফরমেশন করতেছে। সে জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুলত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।’ এ সময় এনসিপির নেতাদের মধ্যে কোনো দূরত্ব বা বোঝাপড়ার জায়গায় ঘাটতি নেই বলে দাবি করেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারা (হাসনাত ও সারজিস) যে মিটিংটা করেছে, সেটা আমাদেরকে মিটিং করার পর অবগত করেছে।’ তাঁরা এখনো আলোচনার সুযোগও পাননি যে কী কথা হয়েছে। সেটা তাঁরা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দেখেছেন। আজ তাঁদের একটি সভা আছে। একসঙ্গে বসে এ বিষয়ে সবার মধ্যে যতগুলো কনফিউশন (দ্বিধাদ্বন্দ্ব) রয়েছে, সেগুলো স্পষ্ট করা হবে।
এনসিপি ভাবমূর্তি সংকটে পড়েছে বলে মনে করেন না নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এনসিপির প্রতি মানুষের প্রত্যাশা রয়েছে। সে কারণে মানুষ তাদের পরামর্শ দিয়ে থাকে।
এ সময় এনসিপির শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ও যুগ্ম সমন্বয়কারী আলেয়া খাতুন বক্তব্য দেন।
আরও পড়ুনসেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ৩ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন স র দ দ ন প টওয় র সমন বয়ক র এনস প র
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ
চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।