পুলিশ বক্সে জয় বাংলা লেখায় ছাত্রলীগ নেতা আটক
Published: 26th, March 2025 GMT
চট্টগ্রামে পুলিশ বক্সে জয় বাংলা লেখায় ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। তাঁর নাম মীর সাআদ মাহমুদ। আজ বুধবার কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। তিনি সাতকানিয়া জাফর আহমদ কলেজের ছাত্রলীগের কমিটির সদস্য। চন্দনাইশ গাছবাড়িয়ায় তাঁর বাড়ি।
পুলিশ জানায়, গত বছরের ১৪ ডিসেম্বর নগরের বহদ্দারহাট পুলিশ বক্সে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখেন মীর সাআদ মাহমুদ। এ ছাড়া তিনি ছাত্রলীগের পক্ষ থেকে নগরের বিভিন্ন স্থানে ইফতারসামগ্রী বিলি ও নিজের ফেসবুকে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচারও করে আসছেন।
বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ছাত্রলীগ নেতা মীর সাআদ মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে চকবাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরের চট্টেশ্বরী এলাকায় ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন মীর সাআদ। তাঁর বিরুদ্ধে চকবাজার থানার পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সায়েমের অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানের জয়ে শুরু
জয়ের ধারাবাহিকতায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ঢাকায় শেষ টি-টোয়েন্টি জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতেও জয় পেয়েছে তারা।
অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানের জয়ের নায়ক সায়েম আইয়ুব। তার ৩৮ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তান লাডারহিলে ৬ উইকেটে ১৭৮ রান করে। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ১৬৪ রানের বেশি করতে পারেননি। দারুণ ব্যাটিংয়ের পর বোলিংয়ে সায়েম ২০ রানে ২ উইকেট নেন। ১৪ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুতে শাহিবজাদা ফারহানের উইকেট হারায়। ১২ বলে ১৪ রান করে আউট হন ডানহাতি ব্যাটসম্যান। তিনে নেমে ফখর সায়েমকে সঙ্গ দেন। দুজন ৮১ রানের জুটি গড়েন। এ সময়ে ফখর ২ চার ও ১ ছক্কায় ২৪ বলে ২৮ রান করেন। বাকি রান আসে সায়েমের ব্যাটে। এ সময়ে তিনি তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। হোল্ডারের বলে এলবিডব্লিউ হলে থেমে যায় তার ইনিংস।
এরপর হাসান নওয়াজের ১৮ বলে ২৪, সালমান আগার ১০ বলে ১১, ফাহিম আশরাফের ৯ বলে ১৫ রানে পাকিস্তান লড়াকু পুঁজি পায়। শেষ দিকে ১ বল খেলার সুযোগ পান হারিস। ছক্কায় উড়িয়ে পাকিস্তানের শেষটা ভালো করেন তিনি।
বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা ছিলেন শামার জোসেফ। ৩০ রানে নেন ৩ উইকেট।
লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৭২ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর হঠ্যাৎ ছন্দপতন। ৫ রান পেতেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ওই ধাক্কার পর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। জনসন চার্লস ও জুয়েল অ্যান্ড্রু ৩৫ রানের দুটি ইনিংস খেলেন। শেই হোপ (২), গুদাকেশ মোটি (০), শেফরন রাদারফোর্ড (১১) ও রস্টন চেজ (৫) দ্রুত আউট হন। শেষ দিকে পরাজয়ের ব্যবধান কমান হোল্ডার ও জোসেফ। হোল্ডার ১২ বলে ৪ ছক্কায় ৩০ রান করেন। ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করেন জোসেফ ।
পাকিস্তানের বোলারদের মধ্যে সেরা ছিলেন হাসান নওয়াজ। ২৩ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার। সায়েমের ২ উইকেট বাদে ১টি করে উইকেট পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
ঢাকা/ইয়াসিন