স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে লাল দল জয়ী
Published: 26th, March 2025 GMT
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক ক্রিকেটারদের ‘বাংলাদেশ লাল’ এবং ‘বাংলাদেশ সবুজ’ দলে ভাগ করে ১০ ওভারে ম্যাচটি আয়োজন করা হয়। এতে সবুজ দলকে ২১ রানে হারিয়েছে লাল দল।
লাল দলে ছিলেন মেহেরব হোসেন অপি, হান্নান সরকার, ফয়সাল হোসাইন, ডলার মাহমুদ, আকরাম খান, হাবিবুল বাশার, নাঈমুর রশিদরা। সবুজ দলের হয়ে খেলেন মোহাম্মদ রফিক, শাহরিয়ার নাফিস, জাবেদ ওমর, তালহা জুবায়ের, হাসিবুল হোসেন, মিনহাজুল আবেদিন, খালেদ মাহমুদ, মুশফিক বাবুরা।
লাল দল প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তোলে। মেহরাব হোসেন ২০ বলে ৩৫ ও হান্নান সরকার ১১ বলে ২৫ রান করেন। জবাবে ৫ উইকেটে ৮৩ রান করতে পারে সবুজ দল। রফিক ওপেনিংয়ে নেমে ১৭ বলে ২৫ রান করেন। তালহা ১২ বলে ২৯ রান করেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত