শিগগিরই ঘরে আসছে নতুন অতিথি। সেই অতিথির জন্য সবকিছুই চাই নতুন– সেই ভাবনা থেকেই নতুন বাড়ির আবদার কিয়ারা আদভানির। এই বলিউড অভিনেত্রী ঠিকানা বদলে নতুন বাড়িতে যাওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন তাঁর স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। শুধু তাই নয়, এরই মধ্যে নতুন বাড়ি খোঁজা শুরু করে দিয়েছেন এই তারকা দম্পতি।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ২৬ মার্চ কিয়ারা ও সিদ্ধার্থ মুম্বাইয়ে নতুন বাড়ি খুঁজতে বেরিয়েছিলেন। সেই সময় যেসব ছবিশিকারি তাদের পিছু নিয়েছিলেন, তারা দাবি করেছেন, ভাড়া নয়, নতুন একটি বাড়ি কিনে ফেলেছেন এই তারকা দম্পতি। আর সেই বাড়ির অন্দরসজ্জার দায়িত্বে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। তাদের সঙ্গে গৌরীকে দেখামাত্রই শুরু হয়েছে জল্পনা, তা হলে হবু সন্তানের ঘরের সাজসজ্জার দায়িত্ব গৌরীকে দিতে চান তারকা দম্পতি! নিমেষে ছড়িয়ে যায় এই ভিডিও।
এ দিন কিয়ারার পরণে ছিল কালো প্যান্ট ও গোলাপি রঙের জামা। সিদ্ধার্থকে জলপাই রঙের কার্গো প্যান্ট এবং নীল শার্ট পরতে দেখা যাচ্ছে। দু’জনেরই মুখে ছিল মাস্ক। তারপরও এই তারকা দম্পতিকে চিনে নিতে কষ্ট হয়নি কারও। সেসব অনুরাগীদের মতো আগের চেয়ে কিয়ারার ওজন অনেকটা বেড়েছে। তবে সিদ্ধার্থ আছেন এ রকম।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে নতুন অতিথি আসার সুখবর দিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। জানিয়েছিলেন সমাজমাধ্যমে ছোট্ট এক জোড়া মোজার ছবি পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছেন, এবার দুই থেকে তিন হতে চলেছেন তারা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক য় র আদভ ন নত ন ব ড়
এছাড়াও পড়ুন:
দুই মিনিটের বিতর্কিত দৃশ্য দিয়ে আলোচনায়, পরে বলিউডকে বিদায় জানান সেই অভিনেত্রী
বলিউডের ইতিহাসে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁরা শূন্য থেকে শুরু করে রাতারাতি পরিচিতি পেয়েছেন; পরে আবার হঠাৎই হারিয়ে গেছেন। কিমি কাতকার তেমনই একজন। ১৯৮০-এর দশকে বলিউডে তিনি ছিলেন আলোচিত ও সাহসী অভিনেত্রীদের একজন।
কিমির উত্থান
আশির দশকটি বলিউডে সৃজনশীল ও পরিবর্তনের সময় ছিল, যেখানে অনেক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী তাঁদের ছাপ ফেলেছেন। কিমি ছিলেন সেই সময়ের অন্যতম উদীয়মান নায়িকা। পর্দায় সাহসী দৃশ্যের জন্য তিনি ব্যাপক পরিচিতি পান। যদিও তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার ছিল খুবই সংক্ষিপ্ত; কিন্তু এর মধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দেন।
মুম্বাইতে জন্ম নেওয়া কিমি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে, পরে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। ১৯৮৫ সালে ‘অ্যাডভেঞ্চার অব টারজান’ দিয়ে আলোচিত হন তিনি। সিনেমার সাফল্য তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। হেমন্ত বীরজের সঙ্গে জুটি বেঁধে তিনি দর্শকদের মন মাতিয়ে দেন। তবে এ ছবিতেই একটি নগ্ন দৃশ্যে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন। দৃশ্যটি নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘সেই সময় আমি জানতাম না এই দৃশ্য কতটা বিতর্কিত হবে। কিন্তু অভিনয় আমার জন্য সব সময় ছিল সত্যিই একটি চ্যালেঞ্জ।’ এরপর ১৯৮০-এর দশকের শেষের দিকে অমিতাভ বচ্চন, অনিল কাপুর, গোবিন্দ ও আদিত্য পঞ্চোলির সঙ্গেও সিনেমা করেন তিনি। তাঁর নাচ ও অভিনয়ের দক্ষতা দর্শকদের কাছে তাঁকে প্রিয় করে তোলে।
‘অ্যাডভেঞ্চার অব টারজান’-এ কিমি কাতকার। আইএমডিবি