Samakal:
2025-09-18@12:44:22 GMT

কিয়ারার ঠিকানা বদল

Published: 27th, March 2025 GMT

কিয়ারার ঠিকানা বদল

শিগগিরই ঘরে আসছে নতুন অতিথি। সেই অতিথির জন্য সবকিছুই চাই নতুন– সেই ভাবনা থেকেই নতুন বাড়ির আবদার কিয়ারা আদভানির। এই বলিউড অভিনেত্রী ঠিকানা বদলে নতুন বাড়িতে যাওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন তাঁর স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। শুধু তাই নয়, এরই মধ্যে নতুন বাড়ি খোঁজা শুরু করে দিয়েছেন এই তারকা দম্পতি।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ২৬ মার্চ কিয়ারা ও সিদ্ধার্থ মুম্বাইয়ে নতুন বাড়ি খুঁজতে বেরিয়েছিলেন। সেই সময় যেসব ছবিশিকারি তাদের পিছু নিয়েছিলেন, তারা দাবি করেছেন, ভাড়া নয়, নতুন একটি বাড়ি কিনে ফেলেছেন এই তারকা দম্পতি। আর সেই বাড়ির অন্দরসজ্জার দায়িত্বে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। তাদের সঙ্গে গৌরীকে দেখামাত্রই শুরু হয়েছে জল্পনা, তা হলে হবু সন্তানের ঘরের সাজসজ্জার দায়িত্ব গৌরীকে দিতে চান তারকা দম্পতি! নিমেষে ছড়িয়ে যায় এই ভিডিও।

এ দিন কিয়ারার পরণে ছিল কালো প্যান্ট ও গোলাপি রঙের জামা। সিদ্ধার্থকে জলপাই রঙের কার্গো প্যান্ট এবং নীল শার্ট পরতে দেখা যাচ্ছে। দু’জনেরই মুখে ছিল মাস্ক। তারপরও এই তারকা দম্পতিকে চিনে নিতে কষ্ট হয়নি কারও। সেসব অনুরাগীদের মতো আগের চেয়ে কিয়ারার ওজন অনেকটা বেড়েছে। তবে সিদ্ধার্থ আছেন এ রকম।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে নতুন অতিথি আসার সুখবর দিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। জানিয়েছিলেন সমাজমাধ্যমে ছোট্ট এক জোড়া মোজার ছবি পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছেন, এবার দুই থেকে তিন হতে চলেছেন তারা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক য় র আদভ ন নত ন ব ড়

এছাড়াও পড়ুন:

উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে। 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।

আরো পড়ুন:

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। 

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ