শিগগিরই ঘরে আসছে নতুন অতিথি। সেই অতিথির জন্য সবকিছুই চাই নতুন– সেই ভাবনা থেকেই নতুন বাড়ির আবদার কিয়ারা আদভানির। এই বলিউড অভিনেত্রী ঠিকানা বদলে নতুন বাড়িতে যাওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন তাঁর স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। শুধু তাই নয়, এরই মধ্যে নতুন বাড়ি খোঁজা শুরু করে দিয়েছেন এই তারকা দম্পতি।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ২৬ মার্চ কিয়ারা ও সিদ্ধার্থ মুম্বাইয়ে নতুন বাড়ি খুঁজতে বেরিয়েছিলেন। সেই সময় যেসব ছবিশিকারি তাদের পিছু নিয়েছিলেন, তারা দাবি করেছেন, ভাড়া নয়, নতুন একটি বাড়ি কিনে ফেলেছেন এই তারকা দম্পতি। আর সেই বাড়ির অন্দরসজ্জার দায়িত্বে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। তাদের সঙ্গে গৌরীকে দেখামাত্রই শুরু হয়েছে জল্পনা, তা হলে হবু সন্তানের ঘরের সাজসজ্জার দায়িত্ব গৌরীকে দিতে চান তারকা দম্পতি! নিমেষে ছড়িয়ে যায় এই ভিডিও।
এ দিন কিয়ারার পরণে ছিল কালো প্যান্ট ও গোলাপি রঙের জামা। সিদ্ধার্থকে জলপাই রঙের কার্গো প্যান্ট এবং নীল শার্ট পরতে দেখা যাচ্ছে। দু’জনেরই মুখে ছিল মাস্ক। তারপরও এই তারকা দম্পতিকে চিনে নিতে কষ্ট হয়নি কারও। সেসব অনুরাগীদের মতো আগের চেয়ে কিয়ারার ওজন অনেকটা বেড়েছে। তবে সিদ্ধার্থ আছেন এ রকম।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে নতুন অতিথি আসার সুখবর দিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। জানিয়েছিলেন সমাজমাধ্যমে ছোট্ট এক জোড়া মোজার ছবি পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছেন, এবার দুই থেকে তিন হতে চলেছেন তারা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক য় র আদভ ন নত ন ব ড়
এছাড়াও পড়ুন:
রোহিত-সূর্যের ব্যাটে তিন বছর পর চেন্নাইকে হারাল মুম্বাই
মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে হারানো যেন মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে বহু কাঙ্ক্ষিত এক লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। টানা কয়েক বছর ধরে চেন্নাইয়ের বিপক্ষে জয় বঞ্চিত থাকার পর অবশেষে রোববারের (২০ এপ্রিল) ম্যাচে সেই জয়ের স্বাদ পেল মুম্বাই। এদিন ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় রোহিত শর্মার দল।
এই জয়ে মূল নায়ক ছিলেন মুম্বাইর দুই ব্যাটসম্যান— রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। রোহিত ৪৫ বলে ৪টি চার ও ৬ ছক্কায় ঝড়ো ৭৬ রানের ইনিংস খেলেন। আর সূর্যকুমার ৩০ বলে ৬টি চার ও ৫ ছক্কায় করেন ৬৮ রান। তাতে চেন্নাইর ছুড়ে দেওয়া ১৭৭ রানের লক্ষ্য মুম্বাই ছুঁয়ে ফেলে মাত্র ১৫.৪ ওভারেই।
তার আগে চেন্নাই ইনিংসের শুরুটা ছিল কিছুটা ধীরগতির। তবে মিডল অর্ডারে শিভম দুবে ও রবীন্দ্র জাদেজা ফিফটি তুলে নেন। জাদেজা ৩৫ বলে ৪টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৩ ও দুবে ৩২ বলে ২টি চার ও ৪ ছক্কায় করেন ৫০ রান। এছাড়া অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন তরুণ ব্যাটার আয়ুষ। মাত্র ১৫ বলে ৩২ রানের ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দেন।
মুম্বাইয়ের বোলিং শুরু থেকেই ছিল নিয়ন্ত্রিত। ১৩ ওভার শেষে চেন্নাইয়ের রান ছিল ৩ উইকেটে ৯২। তখন আক্রমণাত্মক রূপ নেন দুবে। হার্দিক পান্ডিয়াকে মারেন বিশাল ছক্কা, পরে বোল্টের এক ওভারে মারেন চার ও ছয়। ১৬তম ওভারে আশ্বিনী কুমারকে এক ওভারেই তিনটি ছক্কা ও একটি চারে কাঁপিয়ে দেন জাদেজা ও দুবে। এই জুটিতে আসে ৭৯ রান। ইনিংস শেষে ৫ উইকেট হারিয়ে চেন্নাই তোলে ১৭৬ রান।
জবাবে ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব শুরু করে মুম্বাই। ওপেনিং জুটিতে মাত্র ৬.৪ ওভারে আসে ৬৩ রান। রায়ান রিকেলটন আউট হয়ে ফিরলে মাঠে নামেন সূর্যকুমার। এরপর শুরু হয় রোহিত-সূর্যের রানের বন্যা। তারা দ্বিতীয় উইকেটে ৫৪ বলে গড়েন ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি, যা চেন্নাইয়ের বিপক্ষে সহজ জয় এনে দেয়।
এই নিয়ে টানা তিনটি ম্যাচে জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে তাদের। আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে তারা এখন রয়েছে ছয় নম্বরে। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের অবস্থা বেশ কঠিন। আট ম্যাচে মাত্র দুই জয়, ছয় হার। মাত্র ৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে দশম স্থানে।
ঢাকা/আমিনুল