কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে আট দিন ধরে নিখোঁজ সিলেটের তরুণ
Published: 29th, March 2025 GMT
সিলেটের এক তরুণ আট দিন ধরে নিখোঁজ রয়েছেন। ওই তরুণের নাম তন্ময় দেবনাথ সৃজন (২২)। ২১ মার্চ থেকে তিনি নিখোঁজ। এ ঘটনার পরদিন সিলেট মহানগরের শাহপরান থানায় তরুণের ভাই সুইট দেবনাথ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ শনিবার পর্যন্ত তন্ময়ের খোঁজ মেলেনি।
নিখোঁজ তরুণের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তন্ময় দেবনাথ প্রতিদিনের মতো ২১ মার্চ দুপুরে খাওয়াদাওয়া শেষে শহরতলির বটেশ্বর জালালনগর এলাকার বাসা থেকে বের হন। এ সময় তাঁর চাকরিস্থল নগরের টিলাগড় এলাকার একটি ফার্মেসিতে যাওয়ার কথা। তিনি ফার্মেসিতে ওষুধ বিক্রেতার কাজ করেন।
সুইট দেবনাথ জানান, তাঁরা ভেবেছিলেন কাজ শেষে রাত হওয়ায় সম্ভবত তিনি তাঁর কোনো সহকর্মীর বাসায় থেকে গেছেন। তবে পরদিন দুপুরেও বাসায় না ফেরায় তাঁরা কর্মস্থলে খোঁজ নেন। সেখানে গিয়ে জানা যায়, তন্ময় সেদিন ফার্মেসিতে যাননি।
এ বিষয়ে যোগাযোগ করলে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাসুল সানদানী আজাদ প্রথম আলোকে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ বন থ
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি