এবারের ঈদে এলিফ্যান্ট রোডের জুতার বাজারে বেচাকেনা কম
Published: 29th, March 2025 GMT
এবারের ঈদে এলিফ্যান্ট রোডের জুতার বাজারে বেচাকেনা কম। বিভিন্ন দোকানে ছাড় দিয়েও কাঙ্ক্ষিত ক্রেতা মিলছে না।
আজ শনিবার এলিফ্যান্ট রোডের জুতার দোকানগুলো ঘুরে দেখা যায়, জুতার দোকানে হাতে গোনা ক্রেতা এসেছেন। বেশির ভাগ বিক্রয়কেন্দ্রের দোকানিরা ক্রেতা আকৃষ্ট করতে ডাকাডাকি করছেন।
সত্তরের দশক থেকে শুরু হয় এলিফ্যান্ট রোডের জুতার ব্যবসা। আশির দশকে হয়ে ওঠে বেশ জনপ্রিয়। তবে এখন জৌলুশ হারিয়েছে অধিকাংশ জুতার দোকান। ঈদকে কেন্দ্র করে কমেছে বিক্রি। বেশির ভাগ নন-ব্র্যান্ড ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় জুতার বিকিকিনি বেশ মন্দা। তাঁদের ভাষ্য, গত বছরের রোজার শুরুর সময়ে ক্রেতার যে ভিড় চোখে পড়ত, এ বছর সেই তুলনায় অনেক কম।
সব মিলিয়ে এলিফ্যান্ট রোডে ব্র্যান্ড ও নন-ব্র্যান্ড মিলিয়ে অন্তত ২৫০-৩০০টি দোকান রয়েছে। এসব দোকানে ৩০০ টাকার চামড়ার জুতা থেকে শুরু করে ২৫০০ টাকার স্যান্ডেলও পাওয়া যায়। কেডস সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার টাকা, চামড়ার জুতা ১ হাজার থেকে ৩ হাজার টাকা, বুট ২ হাজার থেকে শুরু করে ৫ হাজার টাকায় পাওয়া যায়।
সরেজমিনে যা দেখা গেলআজ দুপুরে এলিফ্যান্ট রোডের জুতার দোকানগুলোতে সরেজমিনে দেখা গেছে, তীব্র গরম ও রোজাকে কেন্দ্র করে ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম। বেশির ভাগ দোকানেই স্বল্পসংখ্যক ক্রেতা জুতা দেখছেন। এসব ছোট দোকানের বিক্রেতারা বলছেন, নন-ব্র্যান্ডের জুতার বিক্রি গত বছর ঈদের সময়ের তুলনায় কম। তাঁরা জানান, সন্ধ্যার পর ক্রেতার আনাগোনা বাড়ে, সঙ্গে বিক্রিও।
পাঁচ দশক ধরে এলিফ্যান্ট রোডে ব্যবসা করছে ফ্যালকন নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর এই প্রথম ক্রেতাদের আগ্রহ বাড়াতে ১০ শতাংশ মূল্যছাড় দিয়েছে। বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ জুনায়েদ প্রথম আলোকে জানান, গত বছরে ঈদের আগের শেষ ১০ দিনে প্রতিদিন দুই লাখ টাকার বেশি বেচাকেনা হতো। এ মৌসুমে প্রতিদিন এক লাখ টাকার মতো বেচাকেনা হচ্ছে।
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির হাসান। বন্ধুদের নিয়ে স্যান্ডেল কিনতে আসেন তিনি। আজ দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, এলিফ্যান্ট রোডে দেশি–বিদেশি সব ধরনের জুতা পাওয়া যায়, দামও কিছুটা কম। তবে তিনি অভিযোগ করেন, বেশির ভাগ বিক্রেতা জুতার দাম বাড়িয়ে ছাড় দিচ্ছেন।
দুপুর গড়িয়ে বিকেল হতেই বিভিন্ন দোকানে ক্রেতা বেড়েছে। বিক্রেতারা জানান, মূল্যছাড় দেওয়া জুতার চাহিদা বেশি। অনেকে জুতা পছন্দ করে দাম বলছেন অর্ধেকের কম।
রাজধানীর পরিবহন ব্যবসায়ী আলমগীর হোসেন ছোটবেলা থেকেই এলিফ্যান্ট রোডে জুতা কিনতে আসেন। তিনি আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ছেলেদের ভালো জুতা পাওয়া যায়। তাই দুই ছেলেকে নিয়ে জুতা কিনতে এসেছি। তবে গত বছর থেকে এ বছর দাম তুলনামূলক বেশি। তাই মূল্যছাড়ের দোকানে ঢুঁ মারছি।
রোজার শুরু থেকে বাটা, অ্যাপেক্স, ওরিয়ন ও বে-এর মতো ব্র্যান্ডের বিক্রয়কেন্দ্রগুলো ভালো ব্যবসা করছে। তবে ব্র্যান্ড নয়, এমন বিক্রয়কেন্দ্রের বিক্রেতারা বলছেন, গত বছরের চেয়ে এ বছরে বিক্রি অনেক কমেছে। নন-ব্র্যান্ডের জুতার দোকান দিপালী সুজের বিক্রয়কর্মী শাকিল হোসেন জানান, প্রতিবছর ২০ রোজার পর থেকে কেনাকাটার ধুম পড়ে যায়। এবার সেই তুলনায় বিক্রি অনেক কম।
এলিফ্যান্ট রোডের জুতার ব্র্যান্ড লোটোর শাখা ব্যবস্থাপক ওয়াইজ কুরুনী প্রথম আলোকে বলেন, গত বছরের তুলনায় জুতা বিক্রি এ বছর ২৫ শতাংশ বেড়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এল ফ য ন ট র ড র জ ত র ব ব ক রয়ক ন দ র নন ব র য ন ড প রথম আল ক গত বছর র বলছ ন ব যবস এ বছর
এছাড়াও পড়ুন:
ছয় গোলের থ্রিলারে জমজমাট ড্র বার্সেলোনা-ইন্টারের
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল মানেই উত্তেজনার পারদ চড়া—আর বার্সেলোনা ও ইন্টার মিলান মিলে সেটিকে নিয়ে গেল অন্য উচ্চতায়। কাতালানদের ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে দর্শকরা উপভোগ করলেন এক দুর্দান্ত গোলবন্যার ম্যাচ। ম্যাচ শেষে ফল—৩-৩ গোলে ড্র।
মৌসুমের রেকর্ড ৫০ হাজার ৩১৪ দর্শকের সামনে ইউরোপীয় ফুটবলের এই মহারণে উভয় দলই তুলে ধরেছে আক্রমণাত্মক ফুটবল। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ইতিহাসে ১৯৯৯ সালের পর এটিই প্রথম ম্যাচ যেখানে ছয়টি গোল হয়েছে এবং শেষ হয়েছে ড্রয়ে।
ম্যাচ শুরু হতে না হতেই চমকে দেয় ইন্টার মিলান। ম্যাচের মাত্র প্রথম মিনিটেই ডেনজেল ডামফ্রিজের ব্যাকহিল গোল দলকে এগিয়ে দেন মার্কাস থুরাম। এরপর ২১ মিনিটে আবারও দিমারকোর কর্নার থেকে ফ্রান্সেসকো আকেরবির সহায়তায় শ্বাসরুদ্ধকর অ্যাক্রোব্যাটিকে ব্যবধান বাড়ান ডামফ্রিজ।
তবে ঘুরে দাঁড়াতে দেরি করেনি বার্সা। দুই মিনিট পরই ইয়ামাল ডান দিক থেকে একক নৈপুণ্যে দুর্দান্ত গোল করে ব্যবধান কমান। প্রথমার্ধ শেষের আগে পেদ্রির ফ্লিকে রাফিনিয়ার নিয়ন্ত্রণ এবং তাতে ফেরান তোরেসের শটে গোল করে ২-২ সমতায় ফেরে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজের ইনজুরির পর মাঠে নামেন মেহেদি তারেমি। ৬০ মিনিটে কর্নার থেকে হেড করে নিজের দ্বিতীয় গোল করেন ডামফ্রিজ। কিন্তু দ্রুতই গোল শোধ করে বার্সা—ছোট কর্নার থেকে রাফিনিয়ার শট লাগে পোস্টে, সেখান থেকে গোলরক্ষক সোমারের পিঠে লেগে ঢুকে পড়ে জালে—ফলাফল ৩-৩। ৭৫ মিনিটে হেনরিখ মিখিতারিয়ান গোল করে ইন্টারকে আবারও এগিয়ে দিয়েছিলেন, কিন্তু ভিএআরের চোখে পড়ে সামান্য অফসাইড, বাতিল হয় সেই গোল।
এখন সবকিছু নির্ভর করছে দ্বিতীয় লেগের ম্যাচের ওপর, যা হবে ৬ মে, মঙ্গলবার, ইন্টারের ঘরের মাঠ জিউসেপ্পে মিয়াজ্জায়। ওই ম্যাচেই জানা যাবে ফাইনালে কারা প্যারিস সেইন্ট জার্মেই ও আর্সেনালের মধ্যকার বিজয়ীর মুখোমুখি হবে।