বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে। এখানে যত সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, তা কোথাও নেই। আপনারা আশপাশে দেখেন, কোথায় কত কী ঘটে। আমাদের এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সব ভাইবোনেরা একসঙ্গে আছে। সবাই একসঙ্গে কাজ করছে।’

লেফটেন্যান্ট জেনারেল (অব.

) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গত বছরের তুলনায় এবার প্রচুর পুণ্যার্থী এসেছে। এখানে স্নান করার পর সবাই পবিত্র হয়ে যায়। আপনারা যেন সব সময় পবিত্র থাকতে পারেন।’ সবাইকে ধৈর্য ধরে পুণ্যস্নান করার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্নান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস—সবাই মিলে একসঙ্গে কাজ করছে। এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই। এখানে সবাই বাংলাদেশি। বাংলাদেশি হিসেবেই তাঁরা সবাই এখানে এসেছেন। এখানে পুণ্যস্নান করে সবাই যাতে পুণ্য থাকতে পারেন, সেই প্রত্যাশা করেন তিনি।

দেশের নিরাপত্তা নিয়ে গুজব ছড়ানো–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘কোন ইউটিউব চ্যানেল কোথায় কী বলল, অনেকে আছে, মিথ্যা সংবাদ দিলে লোকজন বেশি দেখবে, সে পয়সাটা বেশি পাবে। এ জন্য অনেকে অনেক উদ্দেশ্যে কাজ করে। বিদেশি মিডিয়া, যাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক, তারাও অনেক সময় চায় একটি মিথ্যা সংবাদ দিতে। আপনারা সত্য সংবাদ তুলে ধরে তাদের মিথ্যা সংবাদের কাউন্টার দেবেন। তাহলেই তাদের মুখে চুনকালি পড়বে। আমি আশা করব, আপনারা সত্য সংবাদ দেবেন। আমাদের যদি কোনো ভুল থাকে, আপনারা বলেন, কিন্তু কোনো মিথ্যা সংবাদ দেবেন না। এ জন্য আপনাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে কীভাবে এখানে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, সেটি দেখা হচ্ছে। তিনি বলেন, ‘এটা পর্যটনকেন্দ্র থেকে বেশি পুণ্যভূমি। পর্যটনকেন্দ্র হলে ধর্মীয় ভাবগাম্ভীর্য যাতে নষ্ট না হয়, সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে।’

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জ পুলিশর ডিআইজি আওলাদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পাপমোচনের বাসনায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল নামে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা ৮ মিনিটে স্নানোৎসবের লগ্ন শুরু হয়েছে। স্নানের লগ্ন শেষ হবে আজ দিবাগত রাত ১২টা ৫১ মিনিটে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ন কর আপন র

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ফতুল্লায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ‘বেলী ফুড’ নামে একটি কারখানার কার্যক্রম অবৈধভাবে পরিচালনার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার বুধবার (১৭ সেপ্টেম্বর) এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি ফতুল্লা এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানকালে ‘বেলী ফুড’ নামের প্রতিষ্ঠানটির পরিবেশগত ছাড়পত্র দেখাতে ব্যর্থ হয়। পরিবেশ দূষণ রোধে এবং আইন মেনে চলার বাধ্যবাধকতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী অবৈধ কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পরিবেশ সুরক্ষায় এবং আইন মেনে চলতে সকল প্রতিষ্ঠানকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা পরিবেশ আইন লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • “শিক্ষার্থীদের উপর হামলা, ইন্ধন থাকতে পারে তৃতীয় পক্ষের”
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০ (ভিডিও)
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০
  • ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • যে ১০ কারণে স্বামী–স্ত্রীর মধ্যে বেশি ঝগড়া হয়
  • স্মার্ট সিটি হবে চট্টগ্রাম, একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন-চসিক
  • অনলাইন জীবন আমাদের আসল সম্পর্কগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে
  • তিনি চাকরি ছাড়বেন শুনলেই সহকর্মীরা হাসাহাসি করেন
  • প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন হুমা কুরেশি!
  • একসঙ্গে জন্ম দেওয়া মোকসেদার ছয় সন্তানের পাঁচজনই মারা গেল