বিদেশি মিডিয়া অনেক সময় মিথ্যা সংবাদ দেয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
Published: 6th, April 2025 GMT
বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘এখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে সবার ধর্ম পালন করছে। কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার পরিবেশ নেই।’
শনিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দসংলগ্ন ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনকালে এ কথা বলেন উপদেষ্টা।
সাংবাদিকদের উদ্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অনেকে আছে, যারা ভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করলে লোকজনে বেশি দেখবে, তারা পয়সাটা বেশি পাবে। এ জন্যও অনেকে কাজ করে। বিদেশি মিডিয়া অনেক সময় মিথ্যা সংবাদ দেয়। আপনারা সত্যি সংবাদ দিয়ে এটার কাউন্টার করবেন। তাদের মুখে চুনকালি পড়বে। আমাদের কোনো ভুল থাকলে আপনারা দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কোনো মিথ্যা সংবাদ দেবেন না।’
লাঙ্গলবন্দের তীর্থস্থানকে পর্যটন কেন্দ্র করা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এই স্থানকে কীভাবে পর্যটন কেন্দ্র করা যায়, সে বিষয়ে আমরা দেখব। কিন্তু পর্যটন কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি একটি পুণ্যভূমি। এটি ধর্মীয় বিষয়। পর্যটক এখানে এলে ধর্মীয় ভাবগাম্ভীর্য যেন নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
শনিবার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে মহাষ্টমী স্নানোৎসবে দেশ-বিদেশ থেকে আসা কয়েক লাখ পুণ্যার্থী অংশ নেন। পার্শ্ববর্তী দেশ ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা থেকেও পুণ্যার্থী আসেন বলে জানিয়েছেন স্নান উদযাপন কমিটির সভাপতি সরোজ কুমার সাহা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।
নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।
মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।
১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।
ঢাকা/আহসান/রাজীব