বাংলাদেশের কিশোর–কিশোরীদের জন্য নিরাপত্তা বাড়াল টিকটক
Published: 8th, April 2025 GMT
বাংলাদেশের কিশোর–কিশোরীদের অনলাইন নিরাপত্তা বাড়াতে নিজেদের ফ্যামিলি পেয়ারিং টুলে একাধিক নতুন সুবিধা যুক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে অভিভাবকেরা নিজেদের সন্তানদের টিকটক অ্যাপ ব্যবহার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যামিলি পেয়ারিং টুলে যুক্ত হওয়া নতুন সুবিধাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘টাইম অ্যাওয়ে’ , যার মাধ্যমে অভিভাবকেরা নির্দিষ্ট সময়ে সন্তানদের টিকটক ব্যবহার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখতে পারবেন। এ ছাড়া সন্তানদের টিকটক অ্যাকাউন্টের কার্যক্রমও দেখতে পারবেন তাঁরা। ফলে সন্তানেরা টিকটকে কোন কোন অ্যাকাউন্ট অনুসরণ করছে বা কোন কোন ব্যক্তি তাদের অ্যাকাউন্ট অনুসরণ করছে, তা জানা যাবে।
নতুন সুবিধা চালুর বিষয়ে টিকটক জানিয়েছে, টিকটক সব সময় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। ফ্যামিলি পেয়ারিংয়ের নতুন সুবিধাগুলো ডিজিটাল জগতে কিশোর–কিশোরীদের স্বাস্থ্যকর অভ্যাস গড়তে সহায়তা করবে। নিরাপদ ও ইতিবাচক অনলাইন পরিবেশ নিশ্চিত করতে টিকটক সব সময় সচেষ্ট।
নতুন সুবিধাগুলোর পাশাপাশি শিগগিরই ‘প্রোঅ্যাকটিভ রিপোর্টিং অ্যালার্ট’ ও ‘উইন্ড–ডাউন’ নামের নতুন সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে টিকটক। সুবিধাগুলো চালু হলে ফ্যামিলি পেয়ারিং টুল ব্যবহার না করলেও সব অভিভাবক সন্তানদের টিকটক ভিডিও রিপোর্ট করার তালিকা দেখতে পারবেন। পাশাপাশি রাত ১০টার পর কিশোর–কিশোরীরা টিকটক ব্যবহার করলে পর্দাজুড়ে রিমাইন্ডার প্রদর্শন করবে টিকটক।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: নত ন স ব ধ ব যবহ র প রব ন
এছাড়াও পড়ুন:
শিল্পপতি আজিম উদ্দিন আহমেদের ইন্তেকাল
নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান শিল্পপতি আজিম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকেলে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
আজিম উদ্দিন আহমেদ সাউথইস্ট ব্যাংকের সম্মানিত স্পনসর পরিচালক ও সাবেক চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুতে সাউথইস্ট ব্যাংক পরিবার থেকে গভীর শোক জানিয়ে বলা হয়, তিনি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সম্মানিত সদস্য ও পর্ষদের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান। তিনি মিউচুয়াল গ্রুপ এবং এডি হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। এ ছাড়া তিনি আর্লা ফুডস বাংলাদেশ লিমিটেডের পরিচালক এবং সাবেক চেয়ারম্যান ছিলেন।
আজিম উদ্দিন ১৯৪০ সালের ৩০ জুন জন্মগ্রহণ করেন। তিনি নিজ জেলা ফেনীসহ বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠাসহ সমাজহিতৈষী কাজে জড়িত ছিলেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজিম উদ্দিন আহমেদের দূরদর্শী নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিষ্ঠা নর্থ সাউথ ইউনিভার্সিটিকে আজকের অবস্থানে নিয়ে আসতে অনন্য ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। শিক্ষার প্রতি তাঁর প্রতিশ্রুতি ও নিষ্ঠা দ্বারা অনুপ্রাণিত হয়েছেন হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও অ্যালামনাই।