প্রধান উপদেষ্টার সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ
Published: 9th, April 2025 GMT
যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পিটার হাসের নেতৃত্বে দেশটির বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়েছে।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে মেটা, ভিসা, শেভরন, উবার, মেট লাইফ, মাস্টার কার্ড, বোয়িং এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর এই প্রতিনিধিদলে দেশটির সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালও উপস্থিত ছিলেন।
মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যরা অর্থনৈতিক সংস্কার এবং বাণিজ্যে অশুল্ক বাধা দূর করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সামনে এগিয়ে যাওয়ার কর্মপদ্ধতিকে স্বাগত জানান। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে একটি শক্তিশালী বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে সহায়তার আশ্বাস দেন।
প্রধান উপদেষ্টা ড.
উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবস
এছাড়াও পড়ুন:
মঙ্গোল যাযাবর পরিবারের সঙ্গে এক রাত
সকাল ৭টা। উলনবাটোরের হোটেল নাইন–এর রেস্তোরাঁয় জানালার কাচ গলে সকালের রোদ এসে পড়েছে আমাদের খাবার টেবিলে। সড়কের দিকে তাকিয়ে দেখি একেবারে জনশূন্য। বেলা বাড়তেই সড়কের চেহারা পাল্টে যাবে। রেস্তোরাঁও খালি। আমরা দুজন প্রথম অতিথি। সকাল ৮টায় আমাদের যাত্রা শুরু হবে।
গন্তব্য গুরভানবুলাগ। উলনবাটোর থেকে ২৮০ কিলোমিটার। একটি যাযাবর পরিবারের সঙ্গে কাটাব। ছেলেবেলা থেকে মঙ্গোলিয়াকে জেনেছি চেঙ্গিস খানের মাধ্যমে। এই ভূখণ্ডবাসী সম্পর্কে একটি বিষয় সমাদৃত, তা হলো মঙ্গোলরা যাযাবরের জাতি। সেই যাযাবরদের সঙ্গে, তাদের আবাসনে রাত্রিযাপন করব। অবশ্যই রোমাঞ্চ অনুভব করছি। গুরভানবুলাগ উত্তর মঙ্গোলিয়ার বুলগান প্রদেশের একটি জেলা। মঙ্গোলিয়াতে প্রদেশ রয়েছে ২১টি। ২১টি প্রদেশে মোট জেলার সংখ্যা ৩৩০। জেলাকে মঙ্গোলরা বলে ‘সাম’।
আমরা সকালের নাশতা করছি, ৮টা বাজার ১০ মিনিট আগেই তুসিনতুর এসে হাজির রেস্তোরাঁয়। আমরা আগেই হোটেল চেক আউট করেছি। বাক্সপেটরা জমা করেছি রিসিপশনে। ৮টা ১০ মিনিটে রওনা হলাম। আজই প্রথম উলনবাটোরের বাইরে যাচ্ছি।
মঙ্গোল যাযাবরদের তাঁবু