রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রামে রাজনীতিবিদদের প্রশ্রয়ে আবারও অপরাধে ফিরছে সন্ত্রাসীরা। তারা জেলে বসে আঁটছে নানা সন্ত্রাসী কার্যক্রমের ফন্দি। এরই মধ্যে তাদের কেউ কেউ জামিনে বেরিয়ে এসেছে। এ ক্ষেত্রে তাদের সহযোগিতা করছেন রাজনৈতিক নেতারা। তাদের আশ্রয়ে চলছে দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম। একই সঙ্গে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান দুর্ধর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি, সরোয়ার হোসেন বাবলা ও নাছির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাছির। তিনজনের মধ্যে রাজনৈতিক ছত্রছায়ায় বাবলা ও ছোট সাজ্জাদ গত আট মাসে বন্দরনগরীতে মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছেন। ডাবল মার্ডারসহ পাঁচজনকে খুনে দুই সন্ত্রাসীর সম্পৃক্ততা উঠে আসে। তাদের গ্রুপের সদস্যরা প্রকাশ্যে অস্ত্রবাজিও করে চলেছে। পুলিশের ওসিকে পেটানোর হুমকি দেওয়ার পর ছোট সাজ্জাদের সন্ধান চেয়ে পুলিশ অর্থ পুরস্কারও ঘোষণা করে। পরে ঢাকার বসুন্ধরা সিটি থেকে পুলিশের জালে ধরা পড়েন ছোট সাজ্জাদ। তিন সন্ত্রাসীর মধ্যে ছোট সাজ্জাদ ছয়টি খুনসহ ১৫ মামলা এবং বাবলা পাঁচটি খুনসহ ১৮ মামলার আসামি। অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হারুন বশর, হাটহাজারীর ট্রিপল মার্ডার, চট্টগ্রাম পলিটেকনিকে জমির উদ্দিনসহ আটটি খুনসহ ৩৬ মামলার আসামি ছিলেন শিবির নাছির। 

কারামুক্তির পর দুই সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও বাবলা চাঁদাবাজি, বালুমহাল ও এলাকা দখল নিয়ে খুনোখুনিতে জড়িয়ে পড়েন। তবে ৩৬ মামলা কাঁধে নিয়ে ২৬ বছর কারাগারে বন্দি থাকা নাছিরকে অনেকটা স্বাভাবিক জীবনযাপন করতে দেখা গেছে। গত ৮ আগস্ট তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এখন তিনি ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত। গত আট মাসে তার বিরুদ্ধে কোনো অপকর্মে জড়িত থাকার অভিযোগ ওঠেনি। যদিও তার নাম-পরিচয়ে নানাজনের কাছে টাকা দাবির ফোন গেছে। চাঁদাবাজির এ তথ্য পেয়ে নাছির চকবাজার থানায় ডায়েরি করার পর সংবাদ সম্মেলন করে তার নামে কেউ চাঁদা চাইলে তাদের পুলিশে ধরিয়ে দিতে বলেন। 

এ বিষয়ে নাছির উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘ সময় কারাগারে ছিলাম। মুক্তি পাওয়ার পর ভেবেছি, সুস্থ-সুন্দরভাবে জীবনযাপন করব। সেই মতো ব্যবসা-বাণিজ্য নিয়ে নিজেকে ব্যস্ত রাখছি। এ সুযোগে কিছু দুষ্টচক্র আমার নাম ভাঙিয়ে গার্মেন্ট, বালুমহাল এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে ফোন করে। বিভিন্ন মাধ্যম থেকে এসব জানতে পেরে চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেছি। পুলিশ কমিশনার বরাবরও অভিযোগ দিয়েছি। 

ছোট সাজ্জাদ ও বাবলার হাতে ১১ খুন

২০১৯ সালে অস্ত্র নিয়ে ধরা পড়ে অপরাধ জগতে নাম লেখান সন্ত্রাসী ছোট সাজ্জাদ। ছয় বছরের ব্যবধানে দুটি ডাবল মার্ডারসহ তিনি ছয়টি খুনের মামলার আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে দুটি অস্ত্র, মারামারি, হত্যাচেষ্টা সাতটি ও চাঁদাবাজির একটি মামলা রয়েছে। আগস্টের পর কারামুক্তি হয়ে চট্টগ্রামে ক্রাইম জোন বায়েজিদ-অক্সিজেন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও বাবলার মধ্যে দফায় দফায় সংঘাত হয়। একে একে পাঁচটি খুনের ঘটনা ঘটে। সর্বশেষ আব্দুল্লাহ ও মো.

মানিক নামে জোড়া খুনের ঘটনায় ছোট সাজ্জাদ আসামি হন। বর্তমানে তিনি শিবিরের শীর্ষ সন্ত্রাসী দুবাই পলাতক সাজ্জাদের ছত্রছায়ায় একের পর এক অপকর্ম করে যাচ্ছেন। তার বিরুদ্ধে থাকা ১৪টি মামলার মধ্যে আটটি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে এবং চারটি মামলা তদন্তাধীন। 

সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন বলেন, আমার স্বামী কোনো সন্ত্রাসী কাজ করছেন না। একসময় ঝামেলায় জড়ালেও পরে সে ভালো হয়ে যায়। বাবলা ষড়যন্ত্র করে একের পর এক মামলায় আমার স্বামী ও আমাকে আসামি করে। আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।

অন্যদিকে, পাঁচটি খুনসহ ১৮ মামলার আসামি সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা। ২০১১ সালে গ্রেপ্তার হওয়ার পর এক যুগ তিনি চট্টগ্রাম কারাগারে ছিলেন। জেলে থাকার সময় বিএনপির এক কেন্দ্রীয় নেতার সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। কারাগার থেকে বের হওয়ার পর এখন ওই নেতার ছত্রছায়ায় রয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা। মাঝে একবার জামিন নিয়ে দুবাই পালিয়ে যান। মারামারি করে দুবাইয়ে এক মাস জেল খেটে ২০২০ সালে দেশে ফিরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন। সরকার পতনের পর জামিন পান তিনি। পরে তার ওস্তাদ সাজ্জাদের শক্র হয়ে ওঠেন। তার বিরুদ্ধে বালুমহাল দখল, নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি এমনকি ব্যবসা প্রতিষ্ঠান, ফুটপাতে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। মূলত চাঁদাবাজি ও এলাকা দখলের দ্বন্দ্ব নিয়েই ছোট সাজ্জাদের সঙ্গে বাবলার বিরোধ। বাবলার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা বিচারাধীন। তার কাছ থেকে অত্যাধুনিক একে-৪৭, একে-২২সহ আধুনিক অস্ত্র উদ্ধার করে পুলিশ। 

সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা বলেন, অনেক বছর কারাগারে থাকার পর জামিনে মুক্তি পাই। মুক্তি পাওয়ার পর ভালো হয়ে জীবনযাপন করছি। কিন্তু ছোট সাজ্জাদ ও তার ছেলেরা আমাকে খুন করার জন্য একের পর এক চেষ্টা করে যাচ্ছে। ফেসবুকে সাজ্জাদের স্ত্রী হুমকি দেওয়ায় আমাকে মারতে গিয়ে জোড়া খুন করেছে ওরা। আমি কোনো খুনখারাবিতে জড়িত নই। আমাকে স্বাভাবিক জীবনে ফিরতে কারাগারে পরিচয় হওয়া এক বিএনপি নেতা সহযোগিতা করেছেন।

চকবাজার থানার ওসি জাহিদুল কবির সমকালকে বলেন, নাছির উদ্দিনের সাধারণ ডায়েরির তদন্ত চলমান রয়েছে। তার বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ নেই।

বাকলিয়া থানার পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ডাবল মার্ডারের ঘটনার দিনের সংগ্রহ করা সিসি ক্যামেরা ফুটেজে বেলালকে গুলি ছুড়ে মোটরসাইকেলে চলে যেতে দেখা গেছে। এরা ছোট সাজ্জাদের অনুসারী। 

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন ত ক র পর এক ক র পর ব বল র অপর ধ ব যবস খ নসহ

এছাড়াও পড়ুন:

জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, পদ ৪৩০

বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৩০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে। এর মধ্যে ৪০০ জন পুরুষ ও ৩০ জন নারী। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)

পদসংখ্যা: ২৮০ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), জোকেশনালসহ], জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ সেন্টিমিটার।

২. রেগুলেটিং

পদসংখ্যা: ১২ (পুরুষ), ৮ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৭২.৫ (পুরুষ), ১৬০.০২ (মহিলা)।

৩. রাইটার

পদসংখ্যা: ১৮ (পুরুষ), ৪ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।

৪. স্টোর

পদসংখ্যা: ১৪ (পুরুষ), ৪ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।

৫. মিউজিশিয়ান

পদসংখ্যা: ৮ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।

আরও পড়ুনবিমানবাহিনী নেবে অফিসার ক্যাডেট, দেখুন চাকরির বিস্তারিত১৬ সেপ্টেম্বর ২০২৫

৬. মেডিকেল

পদসংখ্যা: ১০ (পুরুষ), ৬ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)

৭. কুক

পদসংখ্যা: ২৫ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)

৮. স্টুয়ার্ড

পদসংখ্যা: ১০ (পুরুষ), ৮ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)

৯. টোপাস

পদসংখ্যা: ১৫ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭০১৬ সেপ্টেম্বর ২০২৫

১০. এমওডিসি (নৌ)

পদসংখ্যা: ৮ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ (পুরুষ)

বেতন ও ভাতা

সশস্ত্র বাহিনীর বেতনকাঠামো অনুযায়ী।

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৬ তারিখে—

১. নাবিক: ১৭ থেকে ২০ বছর।

২. এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর।

আরও পড়ুনটিআইবিতে চুক্তিভিত্তিক নিয়োগ, নেবে ১২৫ জন১৫ সেপ্টেম্বর ২০২৫অন্যান্য শর্ত (সব পদের জন্য)

১. সাঁতার জানা অত্যাবশ্যক।

২. অবিবাহিত (বিপত্নীক/তালাকপ্রাপ্ত নয়)।

৩. চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে।

আবেদনের নিয়ম

www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি

৩০০ টাকা (বিকাশ/নগদ/রকেট/TAP/Ok Wallet)।

আবেদনের শেষ সময়

৫ অক্টোবর ২০২৫।

আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুনসিনিয়র অফিসার নেবে বেসরকারি ব্যাংক, বেতন ৪০০০০১৫ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ