চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী এলাকায় যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় একটি কারখানা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে আহত করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত ওই নেতার নাম মুসলিম উদ্দিন (৩৫)।

মুসলিম উদ্দিন মুরাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম জসিম।

নিহত মুসলিম উদ্দিনের শ্বশুর আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী গ্রামের বেড়িবাঁধ এলাকায় একটি কারখানায় ছিলেন মুসলিম উদ্দিন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি কারখানা থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা মুসলিম উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে বলে তিনি জানতে পেরেছেন। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ২৬ মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে নিজের খামারে যাওয়ার পথে উপজেলা যুবদলের সাংগঠনিক মোহাম্মদ নাসির উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনার দুই সপ্তাহ না পেরোতেই আরও একটি খুনের ঘটনা ঘটল। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য বল গ

এছাড়াও পড়ুন:

সিংড়ায় মহিলা দলের কর্মী সমাবেশ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহিলা দলের প্রস্তুতি সভা হয়েছে নাটোরের সিংড়ায়। 

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে পৌরসভা কনফারেন্স হলরুমে এই সভার আয়োজন করে উপজেলা ও পৌর মহিলা দল। সভায় ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলামকে বিজয়ী করতে উপস্থিত মহিলা দলের কর্মীরা অঙ্গীকারাবদ্ধ হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি ডেইজি আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিংড়া আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। 

আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সাবেক তাজপুর ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, পৌর মহিলা দলের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক আফরোজা আকতার ইতি, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিয়া মনি, আদিবাসী নেত্রী সবিতা রাণী, সিমলা খাতুন প্রমূখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আলীম খাজা।

ঢাকা/আরিফুল/এস

সম্পর্কিত নিবন্ধ