সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
Published: 10th, April 2025 GMT
চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী এলাকায় যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় একটি কারখানা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে আহত করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত ওই নেতার নাম মুসলিম উদ্দিন (৩৫)।
মুসলিম উদ্দিন মুরাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম জসিম।
নিহত মুসলিম উদ্দিনের শ্বশুর আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী গ্রামের বেড়িবাঁধ এলাকায় একটি কারখানায় ছিলেন মুসলিম উদ্দিন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি কারখানা থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা মুসলিম উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে বলে তিনি জানতে পেরেছেন। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত ২৬ মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে নিজের খামারে যাওয়ার পথে উপজেলা যুবদলের সাংগঠনিক মোহাম্মদ নাসির উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনার দুই সপ্তাহ না পেরোতেই আরও একটি খুনের ঘটনা ঘটল। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য বল গ
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রহিমা ফুড
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১.২৪ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১২৩.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৫০.১০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাউথইস্ট ব্যাংকের ২০.৪৮ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১৬.৭৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪.৬৮ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৩.১১ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১২.৮৯ শতাংশ, মালেক স্পিনিংয়ের ১২.২৪ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১২.০৯ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১১.৬৪ শতাংশ ও পূবালী ব্যাংকের ১১.০৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ঢাকা/এনটি/ফিরোজ