পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ আজ শুক্রবার (১১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এবং এই জনপ্রিয় টুর্নামেন্টের পুরস্কারমূল্যও ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। পিএসএলের এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি ৭ লাখ ৬৫ হাজার টাকা। আর রানার-আপ দল পাবে ২ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকার মতো।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের মধ্যে, বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচের আগে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান হবে।

এ বছরের পিএসএল চলবে ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত। মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩টি ডাবল হেডার হবে ১২ এপ্রিল, ১ মে ও ১০ মে। বাকি ম্যাচগুলো একক ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে। বিকেলের তিনটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়।

আরো পড়ুন:

শরিফুলের ৬ উইকেট, সৌম্যর ৮০, রুপগঞ্জের দারুণ জয়

ডিপিএলে ফিক্সিং সন্দেহ, তদন্তে নেমেছে বিসিবি

নতুনভাবে সংস্কারকৃত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৩টি গুরুত্বপূর্ণ ম্যাচ, যার মধ্যে থাকবে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ (১৮ মে)। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে হবে ১১টি ম্যাচ এবং মুলতান ও করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৫টি করে ম্যাচ।

এবার পেশোয়ার জালমির নেতৃত্ব দেবেন পাকিস্তানের সবচেয়ে সফল ব্যাটসম্যান বাবর আজম, যার ঝুলিতে রয়েছে ৩ হাজার ৫০৪ রান, যা পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার নেতৃত্ব দেবেন করাচি কিংসকে। তিনি চতুর্থ বিদেশি অধিনায়ক যিনি এই দলের নেতৃত্বে এলেন। তার আগে ছিলেন রবি বোপারা, কুমার সাঙ্গাকারা ও ইয়ন মরগান।

মুলতান সুলতানসের অধিনায়ক হিসেবে আগের চার আসরের মতো এবারও থাকছেন মোহাম্মদ রিজওয়ান। যিনি দলকে নেতৃত্ব দিয়েছেন ৪৮ বার। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়কত্বে পরিবর্তন এসেছে, এবার নেতৃত্ব দেবেন সৌদ শাকিল। যিনি রাইলি রুশোর জায়গায় দায়িত্ব নিয়েছেন।

ইসলামাবাদ ইউনাইটেডকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার শাদাব খান। লাহোর কালান্দার্সের অধিনায়ক হিসেবে থাকছেন শাহীন শাহ আফ্রিদি, যিনি একমাত্র অধিনায়ক হিসেবে টানা দুটি পিএসএল শিরোপা জয় করেছেন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প এসএল

এছাড়াও পড়ুন:

এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ১৩টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘দ্য স্টুডিও’। এর মধ্যে সেরা কমেডি সিরিজের পুরস্কারও রয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেট বারগেৎজি।

এমি বিজয়ী হলেন যারা—
সেরা কমেডি সিরিজ: দ্য স্টুডিও
সেরা ড্রামা সিরিজ: দ্য পিট
সেরা লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: অ্যাডোলেসেন্স

আরো পড়ুন:

সত্যিই কি ফের বাবা হয়েছেন তাহসান?

রিসোর্ট খুঁজছেন ফারিয়া, সারজিস কী পরামর্শ দিলেন?

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, (দ্য পিট)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার (সেভারেন্স)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)

সেরা অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স) 
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি (দ্য পেঙ্গুইন)

সেরা পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র‍্যানডাল, (স্লো হর্সেস, হ্যালো গুডবাই)
সেরা পরিচালক (কমেডি সিরিজ): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ (দ্য স্টুডিও, দ্য অনার)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি (অ্যাডোলেসেন্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): হান্না আইনবাইন্ডার (হ্যাকস)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): জেফ হিলার (সামবডি সামহোয়ার)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): ক্যাথেরিন লানাসা (দ্য পিট)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): ট্রামেল টিলম্যান (সেভারেন্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)

ভ্যারাইটি টক সিরিজ: দ্য লেট শো
ভ্যারাইটি স্ক্রিপ্টেড সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার

 

তথ্যসূত্র: ভ্যারাইটি

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
  • এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা