চীনের চাপের মুখে ভেঙে যাচ্ছে হংকংয়ের শেষ বড় বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। আজ রোববার দলটির নেতাদের এক বিশেষ বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের পাঁচজন জ্যেষ্ঠ নেতা রয়টার্সকে জানিয়েছেন, কয়েক মাস ধরে দল ভেঙে না দিলে তাঁদের গ্রেপ্তারসহ কঠোর পরিণতির হুমকি দিচ্ছেন চীনের সরকারি কর্মকর্তা বা মধ্যস্থতাকারীরা।

১৯৯৭ সালে যুক্তরাজ্যের অধীন থেকে চীনের শাসনের আওতায় আসে হংকং। এরও তিন বছর আগে ডেমোক্রেটিক পার্টি গড়ে তোলা হয়েছিল। হংকংয়ে একটি গণতান্ত্রিক সংস্কারের জন্য বেইজিংকে চাপ দিতে গণতন্ত্রপন্থী শক্তিগুলোকে জোটবদ্ধ করছিল ডেমোক্রেটিক পার্টি।

দলটির প্রধান লো কিন-হেই রয়টার্সকে বলেছেন, দল ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরুর জন্য তিন সদস্যের একটি কমিটি গড়ে তোলার পক্ষে দলের ১১০ সদস্যের ৯০ শতাংশই ভোট দিয়েছেন। তবে কবে নাগাদ দল ভেঙে দেওয়া হবে, তার সুনির্দিষ্ট কোনো দিন উল্লেখ করেননি তিনি।

লো কিন-হেই বলেন, ‘আমি আশা করি হংকংয়ের রাজনৈতিক দলগুলো মানুষের জন্য কাজ করে যাবে। আমাদের সব সময় হংকংয়ের মানুষের সেবা করার এবং সমাজের জন্য ভালো কাজ করার প্রত্যাশা ছিল।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ