প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অভিন্ন চেয়ারম্যানের অবস্থান ভিন্ন
Published: 15th, April 2025 GMT
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ গ্রামের কৃষক জজ মিয়ার মৃত্যু নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শী বলছেন, ঈদুল ফিতরের আগের দিন বাজারে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তবে তাঁর পরিবার ও ইউপি চেয়ারম্যানের দাবি, দুই পক্ষের হাতাহাতি থামাতে গিয়ে হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে জজ মিয়ার।
এলাকাবাসীর অভিযোগ, ইউপি চেয়ারম্যান বিষয়টিকে ভিন্ন দিকে প্রবাহিত করছেন। তিনি এ ঘটনার জন্য বিএনপি নেতাকর্মীর ওপর দায় চাপিয়ে এলাকার পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করছেন।
কেওয়ারজোড় ইউপি চেয়ারম্যান হলেন আবুল কাসেম। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মিঠামইনে বিএনপির অফিস ভাঙচুর ও লুটপাটসহ মারধরের অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়। মামলার বাদী উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক লোকমান মিয়া। মামলার পরে আত্মগোপনে থাকার পর গত ফেব্রুয়ারির মাঝামাঝি আদালতে হাজিরা দেন চেয়ারম্যান কাসেম। বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠান। ১ মাস জেলে থাকার পর ঈদের ১ সপ্তাহ আগে তিনি জামিনে মুক্তি পান।
স্থানীয় সূত্রগুলো বলছে, বাড়িতে ফিরে এলাকায় রাজনৈতিক প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকেন চেয়ারম্যান কাসেম। এ নিয়ে ৩০ মার্চ ইউপি চেয়ারম্যান কাসেম ও ইউপি যুবদলের আহ্বায়ক সজিব আহমেদের অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়। সজিব মিয়া বলেন, ইউপি চেয়ারম্যান জেল থেকে বেরিয়ে তাঁর বিরুদ্ধে মামলার জন্য তাদের (যুবদলের নেতাকর্মী) দায়ী করে আসেছন। এজন্য জজ মিয়ার মৃত্যুর দায় তাদের ওপর চাপানোর চেষ্টা করছেন তিনি।
জজ মিয়ার (৬৫) ছেলে মুনাফ মিয়া কেওয়ারজোড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। চেয়ারম্যান কাসেম সম্পর্কে জজ মিয়ার ভাতিজা। বিগত ইউনিয়ন পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে তারা আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করেছেন।
সার্বিক বিষয়ে খোঁজ নিতে গত সোমবার বিকেলে হেমন্তগঞ্জ গ্রামে যান এ প্রতিবেদক। ঘটনার প্রত্যক্ষদর্শী দর্জি কারিগর আইনুল হক বলছিলেন, ঈদের আগের দিন আসরের নামাজের পর জজ মিয়া পা পিছলে পড়ে গেলে দু’জন লোক ধরাধরি করে তাঁকে মসজিদে নিয়ে আসেন। সেখানে তাঁর মাথায় পানি দেওয়া হয়। কোনো ঝগড়াবিবাদ হয়নি।
আরেক প্রত্যক্ষদর্শী শহীদ মিয়ার ভাষ্য, ইফতারের আগে জজ মিয়া তাঁর সামনেই দাঁড়ানো ছিলেন। হঠাৎ দেখতে পান, তিনি মাথা ঘুরে পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে তাঁর মাথায় পানি দেওয়া হয়। নেওয়া হয় চিকিৎসকের কাছে।
সেদিন কোনো ঝগড়াঝাটি হয়নি জানিয়ে শহীদ মিয়া বলেন, অথচ চেয়ারম্যান (কাসেম মিয়া) বলে বেড়াচ্ছেন জজ মিয়াকে হত্যা করা হয়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
একই ভাষ্য আরেক প্রত্যক্ষদর্শী মদন মিয়ারও। তিনি বলেন, ইফতারের আগে জজ মিয়া মুসল্লিদের সঙ্গেই ছিলেন। হঠাৎ পড়ে যান। তাঁকে কোলে করে মসজিদের দুয়ারে এনে মাথায় পানি দেওয়া হয়। পরে পরিবারের লোকজন এসে তাঁকে নিয়ে যান।
তবে জজ মিয়ার ছেলে আলি আজগর দাবি করছেন, দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে যান তাঁর বাবা। তখন বুকে আঘাত লেগে তিনি মারা যান। সুষ্ঠু তদন্তসাপেক্ষে তিনি এর বিচার দাবি করেন।
পল্লি চিকিৎসক হাবিবুর রহমান জানান, ৩০ মার্চ সন্ধ্যায় জজ মিয়াকে তাঁর কাছে আনা হয়। তখন পরীক্ষা করে বুঝতে পারেন তিনি আর বেঁচে নেই।
হেমন্তগঞ্জ গ্রামের আরও অনেকের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তাদের সবার বক্তব্য, সেদিন এলাকায় কোনো সংঘর্ষ হয়নি।
মিঠামইন থানার ওসি শফিউল আলম জানান, পূর্ব শত্রুতাবশত দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। তবে এতে কেউ আহত হয়নি। ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরে একটি মসজিদের সামনে পা পিছলে পড়ে গিয়ে স্ট্রোক করে মারা যান জজ মিয়া। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, পদ ৪৩০
বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৩০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে। এর মধ্যে ৪০০ জন পুরুষ ও ৩০ জন নারী। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
পদসংখ্যা: ২৮০ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), জোকেশনালসহ], জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ সেন্টিমিটার।
২. রেগুলেটিং
পদসংখ্যা: ১২ (পুরুষ), ৮ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৭২.৫ (পুরুষ), ১৬০.০২ (মহিলা)।
৩. রাইটার
পদসংখ্যা: ১৮ (পুরুষ), ৪ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।
৪. স্টোর
পদসংখ্যা: ১৪ (পুরুষ), ৪ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।
৫. মিউজিশিয়ান
পদসংখ্যা: ৮ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।
আরও পড়ুনবিমানবাহিনী নেবে অফিসার ক্যাডেট, দেখুন চাকরির বিস্তারিত১৬ সেপ্টেম্বর ২০২৫৬. মেডিকেল
পদসংখ্যা: ১০ (পুরুষ), ৬ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)
৭. কুক
পদসংখ্যা: ২৫ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)
৮. স্টুয়ার্ড
পদসংখ্যা: ১০ (পুরুষ), ৮ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)
৯. টোপাস
পদসংখ্যা: ১৫ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭০১৬ সেপ্টেম্বর ২০২৫১০. এমওডিসি (নৌ)
পদসংখ্যা: ৮ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ (পুরুষ)
বেতন ও ভাতা
সশস্ত্র বাহিনীর বেতনকাঠামো অনুযায়ী।
বয়সসীমা১ জানুয়ারি ২০২৬ তারিখে—
১. নাবিক: ১৭ থেকে ২০ বছর।
২. এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর।
আরও পড়ুনটিআইবিতে চুক্তিভিত্তিক নিয়োগ, নেবে ১২৫ জন১৫ সেপ্টেম্বর ২০২৫অন্যান্য শর্ত (সব পদের জন্য)১. সাঁতার জানা অত্যাবশ্যক।
২. অবিবাহিত (বিপত্নীক/তালাকপ্রাপ্ত নয়)।
৩. চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে।
আবেদনের নিয়ম
www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
৩০০ টাকা (বিকাশ/নগদ/রকেট/TAP/Ok Wallet)।
আবেদনের শেষ সময়
৫ অক্টোবর ২০২৫।
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুনসিনিয়র অফিসার নেবে বেসরকারি ব্যাংক, বেতন ৪০০০০১৫ সেপ্টেম্বর ২০২৫