আগামী সপ্তাহেই মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশের প্রতিনিধি দল
Published: 16th, April 2025 GMT
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ বাড়তি শুল্কের বিষয়ে ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ নিয়েছে সরকার। এসব বিষয়ে নিয়ে আলোচার জন্য আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবেন। তারা বিষয়টি নিয়ে দেশটির বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআরইউএসটিআর) সঙ্গে বেঠক করবেন।’
‘মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আজ বুধবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ মতবিনিময় সভার আয়োজন করে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রতিনিধি দলে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমানও থাকবেন।
কী বিষয়ে আলোচনা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের মুল লক্ষ্য বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। সে জন্য দুই দেশই লাভবান হয় এমন আরও কোন পণ্য আমদানি করা যায় সে বিষয়ে আলোচনা হবে। এছাড়াও শুল্ক ও অশুল্ক বাধা দূর করার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। একইসঙ্গে তারা কী চায়, সরাসরি এ বিয়য়টি নিয়েও আলোচনা হবে।’
তিনি আরও বলেন, এ প্রতিনিধি দল ফিরে আসলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পর তিনি নিজেও যুক্তরাষ্টের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মিঠিং করার জন্য দেশটি সফর করবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব ণ জ য উপদ ষ ট উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
সীতাকুণ্ডে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল