মিরপুরে ফুটপাত দখলমুক্তে ডিএনসিসির টানা তিন দিনের অভিযান
Published: 16th, April 2025 GMT
ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে মিরপুরে তিন দিন টানা অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আগামী সপ্তাহে মিরপুর ১ নম্বর থেকে ১৩ নম্বর পর্যন্ত এলাকাজুড়ে দিন-রাত চলবে এ অভিযান।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে মিরপুর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক গণশুনানিতে এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি বলেন, “একদিন অভিযান চালিয়ে বসে থাকব না। ফুটপাত ও রাস্তা দখল করে আর ব্যবসা চলবে না। বৈধ ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দেওয়া হবে, সব ধরনের সহযোগিতা করা হবে।”
গণশুনানিতে তিনি আরো বলেন, ‘‘আগামী মাসের মধ্যে মিরপুরের প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে অভিযান চালানো হবে। এ ছাড়া, হোল্ডিং ট্যাক্স পরিশোধে নাগরিকদের সুবিধার্থে আয়োজন করা হবে ট্যাক্স মেলা। সেখান থেকে রিবেটও পাবেন করদাতারা।’’
নাগরিকদের প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, “ট্রেড লাইসেন্স এখন অনলাইনে হচ্ছে। ঘরে বসেই করা যাচ্ছে, ঘুষ লাগে না। জন্ম নিবন্ধনকেও পুরোপুরি অনলাইনে আনতে কাজ চলছে।”
মশা ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরো জোরদারের আশ্বাস দিয়ে তিনি জানান, প্রতিটি এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নাম ও মোবাইল নম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কাজ না করলে সরাসরি অভিযোগ করা যাবে, প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।
ডিএনসিসির ৪ নম্বর অঞ্চলের গণশুনানিতে ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। স্থানীয়রা মশার উৎপাত, ফুটপাত বেদখল, স্ট্রিট লাইট বন্ধ, জলাবদ্ধতা, অটোরিকশার দৌরাত্ম্যসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন।
ঢাকা/আসাদ/এনএইচ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ড এনস স ফ টপ ত
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ
চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।