ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা শেষে দেশে ফিরেছে বাংলাদেশের উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দলটি। গতকাল মঙ্গলবার বিকেলে দলটি নৌবাহিনীর জাহাজে করে দেশে পৌঁছায়। আজ বুধবার দলটির প্রত্যেক সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রধান উপদেষ্টার নির্দেশনায় এই মিশনের আওতায় সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বয়ে ত্রাণ, উদ্ধারকারী দল ও চিকিৎসা সহায়তাকারী দলকে মিয়ানমারে পাঠানো হয়। ৩ ধাপে মিয়ানমারে ১৫১ দশমিক ৫ টন ত্রাণসহায়তা পাঠানো হয়। গতকাল বিকেলে সহায়তাকারী দলটি দেশে পৌঁছায়।

উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তাকারী দলটির প্রত্যেক সদস্যকে সম্মাননা স্মারক দেওয়া হয়। আজ ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় ঢাকায় মিয়ানমারের মিলিটারি, নেভাল অ্যান্ড এয়ার অ্যাটাশে, বাংলাদেশের সেনা, নৌ, বিমানবাহিনী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে একই স্থানে মিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রেস ব্রিফিং করেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.

আলীমুল আমীন। ব্রিফিংয়ে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দলের প্রত্যেক সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে যাঁরা এই মানবিক সহায়তা করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সশস ত র ব হ ন

এছাড়াও পড়ুন:

রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পরে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত। দেশটি সমুদ্রপথে রাশিয়ান অপরিশোধিত তেলের বৃহত্তম ক্রেতা।

রিফাইনারদের ক্রয় পরিকল্পনার সাথে পরিচিত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতের রাষ্ট্রীয় পরিশোধনকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ম্যাঙ্গালোর রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড গত সপ্তাহে রাশিয়ান অপরিশোধিত তেলের বাজারে প্রবেশ করেনি।

চারটি পরিশোধনকারী প্রতিষ্ঠান নিয়মিতভাবে রাশিয়ার কাছ থেকে তেল কেনে। তারা ভারতের মোট ৫২ লাখ ব্যারেলের দৈনিক পরিশোধন ক্ষমতার ৬০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করে। এদের বাইরে বেসরকারি তেল পরিশোধনকারী সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং নায়ারা এনার্জি হচ্ছে ভারতের বৃহত্তম রুশ তেল ক্রেতা।

১৪ জুলাই ট্রাম্প রাশিয়ার তেল কিনবে এমন দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। বুধবার ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর বাইরে রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে বড় অংকের জরিমানা আরোপ করেছেন। তবে সেই অর্থের পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ