মিরপুরে যুবদল নেতা সাজ্জাদুলের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির দুই দিন পরও আটক নেই
Published: 17th, April 2025 GMT
ঢাকার মিরপুর ১ নম্বরের ঈদগাহ মাঠের কাছে গত মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, মামলার প্রক্রিয়া চলছে।
পুলিশ, স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, ওই দিন দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজের অনুসারী জহিরের সঙ্গে মিরপুর ১ নম্বর ঈদগাহ মাঠ এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের প্রধান ডুক্কু রুবেলের এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কথা–কাটাকাটি ও হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পর ডুক্কু রুবেল তাঁর দলবল নিয়ে ঈদগাহ মাঠ এলাকায় থাকা যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের ওপর হামলা করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলি চলে।
আধঘণ্টা ধরে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের তিনজন আহত হন। তাঁদের মধ্যে রুবেলের সহযোগী সাজ্জাদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁর হাতে ও পেটে গুলি লাগে। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তারা জানান, ডুক্কু রুবেল ঈদগাহ মাঠ এলাকায় একটি সন্ত্রাসী দল নিয়ন্ত্রণ করেন। যুবদল নেতা সাজ্জাদুল এখন এলাকার আধিপত্য ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চান। এ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে।
আরও পড়ুনমধ্যরাতে মিরপুর ১ নম্বরে দুই পক্ষের গোলাগুলি, আহত ৩১৬ এপ্রিল ২০২৫এ বিষয়ে জানতে আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে যোগাযোগ করা হয় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামে সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, গোলাগুলির ঘটনায় কাউকে আটক করা যায়নি। যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জহির মামলা করতে থানায় এসেছেন। মামলার প্রক্রিয়া চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য বদল ন ত ঈদগ হ ম ঠ
এছাড়াও পড়ুন:
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।