মিয়ানমারে এশিয়ান কাপের বাছাইপর্বের আগে শক্তিশালী দলের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ খুঁজছিল বাফুফে। সেই সুযোগ করে দিচ্ছে জর্ডান।

ইন্দোনেশিয়া ও বাংলাদেশকে নিয়ে তারা একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে। যেখানে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ দুই দলই ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। জর্ডান ৭৪, ইন্দোনেশিয়া ৯৪ আর বাংলাদেশের অবস্থান ১৩৩–এ। জর্ডানের রাজধানী আম্মানে খেলা হবে।

বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার আজ সাংবাদিকদের বলেছেন, ‘জর্ডানে আমাদের প্রথম ম্যাচ ৩১ মে, দ্বিতীয় ম্যাচ ৩ জুন। কোনো ফাইনাল নেই। ২৯ মে থেকে অফিশিয়াল সফর, তবে কোচের চাওয়া অনুযায়ী ২৭ মে দল পাঠানো হবে। এশিয়ান কাপের জন্য (জুন-জুলাই) শক্তিশালী দলের সঙ্গে খেলতে চেয়েছিলাম আমরা। যাতে দলের ভালো–মন্দ বোঝা যায়। কোচও বুঝতে পারেন সবকিছু। ফলে জর্ডানে খেলার সুযোগ পাওয়া আমাদের জন্য ভালো খবর।’

আরও পড়ুনমানুষ ‘রসিকতা’ করলেও এই দল নিয়েই আশা দেখছেন পিটার বাটলার২৭ ফেব্রুয়ারি ২০২৫

কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহী করা ১৮ নারী খেলোয়াড়ের মধ্যে ১০ জন এখন ভুটানে। সেখানকার স্থানীয় লিগে তাঁরা খেলবেন। সাবিনা খাতুন, রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, সানজিদা আক্তাদের জর্ডান সফরের জন্য ডাকা হবে কি না, প্রশ্ন করা হলে মাহফুজা বলেন, ‘এটা টেকনিক্যাল বিষয়, কোচ ঠিক করবেন। টিম কীভাবে সাজাবেন তিনি দেখবেন। এ ব্যাপারে আমি কোনো হস্তক্ষেপ করব না।’

মাহফুজা জানিয়েছেন, বিদ্রোহ করা ১৮ জনের মধ্যে ঢাকায় থাকা ৮ জনের সঙ্গে চুক্তির প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। ভুটানের যাওয়া ১০ জন ফিরলে তাঁদের সঙ্গে চুক্তি করা হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ