অটোরিকশা উল্টে পড়ল খালে, নিখোঁজ ছয় মাসের শিশু
Published: 18th, April 2025 GMT
চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মায়ের কোলে থাকা ছয় মাস বয়সী শিশুসহ তিনজনকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা খালে পড়ে যায়। রিকশায় থাকা শিশুটির মা ও আরেক নারী খাল থেকে উঠে এলেও শিশুটির খোঁজ মিলছে না। আজ শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটেছে।
শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযান চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রথম আলোকে জানানো হয়েছে, অটোরিকশা উল্টে শিশুসহ তিনজন খালে পড়ে যান। দুই নারী উঠে আসতে পেরেছেন। কিন্তু শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছয় মাস বয়সী শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে। সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে আছেন। স্থানীয় লোকজন জানান, শিশুটির নাম সেহলিজ। তার মায়ের নাম সালমা বেগম। তাঁরা চকবাজারে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, খালটি হিজড়া খাল নামে পরিচিত। খালের বিভিন্ন অংশে আবর্জনার স্তূপ জমে আছে। অটোরিকশাচালক অটোরিকশাটি ঘোরাতে গিয়ে খালে ফেলে দেন। তাৎক্ষণিকভাবে দুই নারী উঠে এলেও শিশুটিকে পাওয়া যায়নি। অটোরিকশাচালক পালিয়ে গেছেন। মূলত নগরে আজ সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। এ কারণে খালে পানির স্রোত ছিল।
রাত নয়টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলায় খালের পাশে থাকা একটি নিরাপত্তাবেষ্টনী খুলে রাখা হয়েছিল। আগামীকাল শনিবারের মধ্যেই ওই স্থানে নিরাপত্তাবেষ্টনী বসানো হবে। আর শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন