গাজীপুরে বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ
Published: 20th, April 2025 GMT
গাজীপুর নগরের কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকেরা বকেয়া পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হলে এই বিক্ষোভ ও কর্মবিরতি লাগাতার চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
আজ রোববার সকাল আটটা থেকে শ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। কারখানার বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এর আগে গতকাল শনিবার সকালে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করলেও পরে কাজে যোগ দেন। তবে বেলা দুইটার পর আবারও কর্মবিরতি শুরু হয়। বিকেল ৫টায় কারখানার ছুটি হলে শ্রমিকেরা বাড়ি ফিরে যান। পরে কর্তৃপক্ষ দাবি মেনে নিয়ে একটি নোটিশ কারখানার গেটে টানিয়ে দেয়।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে—বিজিএমইএ কাঠামো অনুযায়ী শতভাগ গ্রেডিং বাস্তবায়ন, ঈদের ছুটিতে কোনো সাধারণ ছুটি কাটা যাবে না, বার্ষিক পিকনিক আয়োজন, স্বজনপ্রীতি বন্ধ, যোগদানের ভিত্তিতে ছুটির টাকা প্রদান, চলতি মাসেই বকেয়া পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধসহ আরও কয়েকটি দাবি।
তুসুকা গ্রুপের পরিচালক তারেক হাসান প্রথম আলোকে বলেন, ‘গতকাল শ্রমিকদের সব দাবি মেনে নোটিশ দেওয়া হয়েছে। কারখানা খোলা রাখা হয়েছিল। তারপরও আজ কর্মবিরতি চলছে। আমরা শ্রমিকদের ছাড়া কিছু করি না এবং শ্রমিক আইন মেনেই সবকিছু করি। কোনো সংশোধনের প্রয়োজন হলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে—এ কথাও নোটিশে জানানো হয়েছে। এই আন্দোলনের পেছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে। আজও শ্রমিকেরা গেটসহ বিভিন্ন জায়গায় তালা দিয়েছেন, আমাদের প্রবেশ করতে দিচ্ছেন না।’
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, শ্রমিকেরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। কারখানার সামনে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এটাই হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই নিজের শেষ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
আরো পড়ুন:
২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ৩টি আসনে লড়বেন খালেদা জিয়া
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি রাজনীতি জীবনের দীর্ঘ পথচলা, পরিবারের ত্যাগ এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, যারা মনোনয়ন পাননি তাদের ধর্য্য ধরারও আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম লেখেন, “মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও ১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এবং সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য!”
তিনি বলেন, “আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানে না! আমি যখন ১৯৮৭ তে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিলো! ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিলো! সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল! বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে!”
“আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে! মনে পরে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে! যাতে মেয়ের পাশে থাকতে পারি! গল্পগুলো অন্য কোনও দিন বলব যদি আল্লাহ চান! এরকম গল্প আমাদের হাজার হাজার নেতা কর্মীর আছে!”
তিনি আরো বলেন, “এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন! যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে! ”
সবার কাছে দোয়া চেয়ে তিনি লেখেন, “আপনারা সবাই আমার জন্য দুআ করবেন, আমাদের দলের প্রতিটি নেতা কর্মীর জন্য দুআ করবেন! আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করবো ইনশাআল্লাহ! বিএনপির সেই যোগ্যতা আছে দেশকে মর্যাদার সাথে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার! ইনশাআল্লাহ! আপনারা পাশে থেকেন।”
ঢাকা/ইভা