দল নিবন্ধনে আবেদনের সময়সীমা বাড়ল
Published: 20th, April 2025 GMT
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আবেদন করার সুযোগ দিতে ২২ জুন পর্যন্ত সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার আবেদন জমা দেওয়ার শেষ দিনে দুই মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি জানিয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, এখন পর্যন্ত ৭টি দল নিবন্ধনের জন্য আর ২০টি দল নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। এ পরিপ্রেক্ষিতে আগামী ২২ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। বিদ্যমান আইন বিধি অনুযায়ী, এই সময়ের মধ্যে আবেদন করতে হবে।
রোববার বিকেল ৫টার পর সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সার্বিক বিষয় বিবেচনা করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
নিবন্ধনের আবেদন ও সময় বাড়ানোর দাবি নিয়ে অন্তত তিন ডজন আবেদন নির্বাচন কমিশনে জমা পড়েছে।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে নিবন্ধন আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর আবেদন করে চিঠি দেওয়া হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সময় ব ড় ন
এছাড়াও পড়ুন:
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএমএল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের প্রতিনিধি দল। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমএলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি নাসিম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেজওয়ান মর্তুজা ও যুগ্ম মহাসচিব সাকিব খান।
সাক্ষাতের সময় প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে ডিসেম্বরের মধ্যে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করে। এ সময় দলটির পক্ষ থেকে একটি স্মারকলিপিও দেওয়া হয়।