সংবিধান পরিবর্তনে গণপরিষদ নির্বাচন লাগবে: সামান্তা শারমিন
Published: 21st, April 2025 GMT
সংবিধান পরিবর্তন করতে হলে গণপরিষদ নির্বাচনের দিকে যেতে হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পাটির্র (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ‘এনসিপির পক্ষ থেকে গণপরিষদ নির্বাচনের কথা বলা হয়েছে। কিন্তু সেই নির্বাচন নিয়ে টালবাহানা এবং নানা ধরনের অসহযোগিতা করা হচ্ছে। বাংলাদেশের পুরোনো সংবিধান কোনোভাবেই জনবান্ধব নয়, নারীর জন্য তো নয়ই।’ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে এনসিপি নারী সেল চট্টগ্রামের উদ্যোগে ‘রাজনীতি ও নাগরিক হিসেবে নারী’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সামান্তা বলেন, ‘সংবিধান প্রণয়ন কমিটিতে আমরা নারীদের সর্বোচ্চ ভূমিকা দেখতে চাই। দল-মত ও পক্ষ নির্বিশেষে সবাই যেন নারী নেতৃত্ব তুলে আনতে পারে। আমাদের পক্ষ থেকেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
বিএনপির ৩১ দফার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘৩১ দফায় সবই বলা হয়েছে। তারা ডে কেয়ারের কথা বলছেন। অনেক ধরনের নারীর ক্ষমতায়নের কথা বলছেন। কিন্তু সুকৌশলে একটি বিষয় এড়িয়ে তারা গেছেন। তা হচ্ছে, নারীদের দায়িত্বশীলতা বৃদ্ধির কথা। জাতীয় সংসদের যে আসনগুলো সংরক্ষিত আছে, সেখানে যেন প্রত্যক্ষ ভোট হয়।’ সভায় তিনি নারীদের ১০০ আসনে প্রতিযোগিতামূলক নেতৃত্ব তুলে আনার বিষয়টিও তুলে ধরেন।
দলটির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কো-অর্ডিনেটর সারোয়ার তুষার বলেন, ‘সংবিধান নিয়ে আমাদের আলাপ করতে হবে। যারা বলবে তুমি কি বোঝো সংবিধানের, তাকে বলবেন- গেট লস্ট। কারণ সংবিধানটা হচ্ছে- জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের দলিল। আমাদের বলা হয়েছে, আমরা নাকি গণপরিষদ নির্বাচন বুঝি না। সংবিধান যদি পরিবর্তন করতে হয়, তাহলে গণপরিষদ লাগবে– এটা সবাই বোঝে, শুধু আপনারা বোঝেন না। সংবিধান সংশোধন করতে হলে আপনাকে অবশ্যই গণভোট নিতে হবে। যারা গণভোটের বিরোধিতা করছে তাদের আপনারা প্রত্যাখ্যান করুন।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাসনুভা জাবীন, সংগঠক রাসেল আহমেদ প্রমুখ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
দেশের চার ভেন্যুতে চলছে জাতীয় ক্রিকেট লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি সান্ডারল্যান্ড ও এভারটন।
জাতীয় ক্রিকেট লিগসিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
সাসসুয়োলা-জেনোয়া
রাত ১১-৩০ মি., ডিএজেডএন
লাৎসিও-কালিয়ারি
রাত ১-৪৫ মি., ডিএজেডএন
সান্ডারল্যান্ড-এভারটন
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ওভিয়েদো-ওসাসুনা
রাত ২টা, বিগিন অ্যাপ