নূর ঘাচাম বাড়ির ধ্বংসস্তূপ হাতড়ে মায়ের ছোট কালো জুতাজোড়া বের করলেন। জুতাজোড়া আলতো করে ধরে তাতে চুমু খেলেন।

নূর ঘাচামের (৪৮) মায়ের নাম নাজওয়া ঘাচাম। খুবই স্বাধীনচেতা একজন মানুষ ছিলেন তিনি। চারদিকে ইসরায়েলির বোমাবর্ষণ ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে তাদের লড়াই চলার মধ্যেও এক বছর তিন মাস নাজওয়া দেশটির দক্ষিণের গ্রাম ইয়ারুনে নিজের বাড়ি ছেড়ে যাননি।

‘মা তাঁর বাড়িটা খুব পছন্দ করতেন। এটা পরিষ্কার যে তিনি নিজের বাড়িকে খুব গুরুত্ব দিতেন,’ মিডল ইস্ট আইকে বলছিলেন নূর ঘাচাম।

একসময় বাড়িটা কেমন ছিল, তা দেখাতে নূর তাঁর মুঠোফোন বের করেন। সাদা পাথরে তৈরি দোতলা বাড়ি। টেরাকোটা ছাদের টালি, আকাশি রঙের শাটার। বাড়ির সম্মুখে উঠানের গেটের ওপর ছড়িয়ে আছে বেগুনি ফুলের ঝাড়। বাড়ির প্রবেশপথে একটি পাইনগাছ, শাখাগুলো ছাদের ওপর প্রসারিত।

যাহোক, গত বছরের ২৭ নভেম্বর দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। তবে তখনো ইসরায়েলি সেনারা ইয়ারুন ছেড়ে যাননি। সালমান বলেন, নাজওয়ার ওপর ইসরায়েলি সেনারা একদিন গুলি চালান। তিনি ও তাঁর দল বারবারই নাজওয়ার কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। কিন্তু ৩০ দিন ওই এলাকা অবরুদ্ধ করে রেখে তাঁদের ঢুকতে দেননি ইসরায়েলি সেনারা।

নাজওয়ার বাড়ির সামনের বাড়িতেই থাকেন শহরের মেয়র ও তাঁর স্ত্রী লায়লা তাহফা (৫৩)। তাহফা বলেন, তাঁর মনে আছে, নাজওয়া ঘণ্টার পর ঘণ্টা নিজ বাড়ির সিঁড়িগুলো ও আশপাশের স্থান পরিস্কার কিংবা বাগান পরিচর্যার কাজ করতেন।  

তাহফা মিডল ইস্ট আইকে বলেন, ‘নাজওয়ার কাছে তাঁর বাড়িটা ছিল একটা রাজ্যের মতো, বাইরের কিছুই যেন এর কাছে কিছু নয়।’

নাজওয়ার সঙ্গে নিজের কিছু সুখস্মৃতির কথা স্মরণ করেন তাহফা। তাঁকে অনেক বছর ধরে চিনতেন তিনি। বলেন, ‘৭০–এর কাছাকাছি বয়সে এসেও তিনি (নাজওয়া) ছিলেন প্রাণবন্ত, সব সময় গল্প করতে পছন্দ করতেন।’

তাহফা বলছিলেন, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বাধলে তাঁর নিরাপত্তার কথা ভেবে তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু তিনি সব সময় বলতেন, “আমি বোমার ভয় পাই না, শুধু আমার বাড়িতে থাকতে চাই।”’

আমি তাঁর (নাজওয়া) মরদেহ দেখেছি, তিনি বৃদ্ধ নারী ছিলেন। তাঁকে গুলি করার কোনো দরকার ছিল না।মোহাম্মদ সালমান, লেবাননের চিকিৎসক

একদিন ২৮ বছর বয়সী চিকিৎসক মোহাম্মদ সালমান ও তাঁর উদ্ধারকর্মী দল নাজওয়াকে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার বিষয়ে রাজি করাতে সক্ষম হয়। কিন্তু অল্প দিন পরই আবার বাড়িতে ফিরে আসেন তিনি।

মোহাম্মদ সালমান মিডল ইস্ট আইকে বলেন, ‘স্রষ্টার নামে শপথ করে বলছি, নাজওয়া হেঁটে বাড়ি ফিরছিলেন।’

‘তাঁকে গুলি করার কোনো প্রয়োজনই ছিল না’

যুদ্ধের মধ্যে নাজওয়াকে যাঁরা মাঝেমধ্যে দেখতে যেতেন, তাঁদের একজন সালমান। তাঁরা তাঁকে খাবার, পানি ও অন্যান্য অপরিহার্য সামগ্রী দিয়ে আসতেন।

যাহোক, গত বছরের ২৭ নভেম্বর দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। তবে তখনো ইসরায়েলি সেনারা ইয়ারুন ছেড়ে যাননি। সালমান বলেন, নাজওয়ার ওপর ইসরায়েলি সেনারা একদিন গুলি চালানেন। তিনি ও তাঁর দল বারবারই নাজওয়ার কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। কিন্তু ৩০ দিন ওই এলাকা অবরুদ্ধ করে রেখে তাঁদের ঢুকতে দেননি ইসরায়েলি সেনারা।

সালমান বলেন, অবশেষে এক মাস পর ২৭ ডিসেম্বর তাঁরা নাজওয়ার বাড়িতে পৌঁছাতে সক্ষম হন। দেখেন, নাজওয়া মৃত অবস্থায় পড়ে আছেন। তিনি বলেন, তাঁকে তিনবার গুলি করা হয়েছে। তাঁর শরীরের আঘাতের চিহ্নও ছিল। এতে মনে হয়, তাঁকে মারধর বা পদদলিত করা হয়েছে।

চিকিৎসক সালমান বলেন, অবশেষে এক মাস পর ২০২৪ সালের ২৭ ডিসেম্বর তাঁরা নাজওয়ার বাড়িতে পৌঁছাতে সক্ষম হন। দেখেন, নাজওয়া মৃত অবস্থায় পড়ে আছেন। তাঁকে তিনবার গুলি করা হয়েছে। শরীরের আঘাতের চিহ্নও ছিল। এতে মনে হয়, তাঁকে মারধর বা পদদলিত করা হয়েছে।

‘আমি তাঁর (নাজওয়া) মরদেহ দেখেছি, তিনি বৃদ্ধ নারী ছিলেন। তাঁকে গুলি করার কোনো দরকার ছিল না,’ বলছিলেন সালমান।  

নাজওয়ার মরদেহ উদ্ধার করে তা গ্রামের কাছাকাছি তেবনাইন গভর্নমেন্ট হাসপাতালে পৌঁছে দেন চিকিৎসক সালমান।

হাসপাতাল থেকে চিকিৎসকদের দেওয়া একটি প্রতিবেদন মিডল ইস্ট আইয়ের হাতে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের আগ্রাসনে নিহত নাজওয়ার মরদেহ হাসপাতালে নিয়ে আসে লেবাননের রেডক্রস। মাথা, তলপেট ও বুকে আঘাতের কারণে তিনি মারা গেছেন। তাঁর বাঁ ঊরু ভাঙা ছিল।’

নাজওয়ার ঘটনা নিয়ে ইসরায়েলি সেনাদের কাছে প্রতিক্রিয়া জানতে চায় মিডল ইস্ট আই। তবে তারা তাতে সাড়া দেয়নি।

‘তিনি জন্মস্থানকে ভালোবাসতেন’

নাজওয়ার ছেলে নূরের কিশোরকাল কেটেছে ইয়ারুন গ্রামে। ইসরায়েলের বোমা হামলায় বিধ্বস্ত নিজেদের বাড়িতে এসে ধ্বংসস্তূপ এক পাশে সরিয়ে রাখছিলেন তিনি। এক জায়গায় একটা চুলার ঝাঁঝরি পান। নূর বলেন, এটি ছিল রান্নাঘরের স্থান। এখানে মায়ের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা বসে কাটাতেন তিনি।

নূর বলেন, রান্না শেষে মা ওই জায়গা পরিষ্কার করতেন। পরে দীর্ঘ সময় বসে তাঁরা গল্প করতেন।

বাবা ও দুই ভাইয়ের সঙ্গে ১৯৯১ সালে ইয়ারুন ছেড়ে ভেনেজুয়েলা চলে যান নূর। ওই সময় ইসরায়েলি বাহিনী তাঁদের গ্রাম দখল করে নেয়। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৪ বছর। কিন্তু বাড়ির বারান্দা থেকে ইসরায়েলের মারাকাভা ট্যাংকের আনাগোনার দৃশ্য এখনো মনে করতে পারেন।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি শুরুর পর দক্ষিণ লেবাননে মোতায়েন করা হয়েছে দেশটির সামরিক বাহিনী। ২৮ নভেম্বর, ২০২৪। মারজাইউন এলাকায়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য় ল র ন জওয় র ল ব নন মরদ হ র ওপর করত ন

এছাড়াও পড়ুন:

ঢাকায় জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ, কোথায়, কখন, কোন দল

ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামীসহ সাতটি দল।

বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করবে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

প্রায় অভিন্ন দাবিতে সাতটি দল তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ প্রথম দিনে রাজধানী ঢাকায়, আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই কর্মসূচি পালন করবে। সাতটি দলের কেউ ৫ দফা, কেউ ৬ দফা, কেউ ৭ দফা কর্মসূচি ঘোষণা করলেও সবার মূল দাবি প্রায় অভিন্ন। দাবিগুলো হচ্ছে

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের উভয় কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার সমান সুযোগ) নিশ্চিত করা

বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সাড়ে চারটায় জামায়াত

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করবে জামায়াত। সমাবেশে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ প্রথম আলোকে জানিয়েছেন, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।জোহরের পর ইসলামী আন্দোলন

জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে।

জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।আসরের পর বাংলাদেশ খেলাফত মজলিস

আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

এ ছাড়া খেলাফত মজলিস বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে। এতে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের প্রধান অতিথির বক্তব্য দেবেন।

একই সময়ে, একই জায়গায় মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও। বিকেল চারটায় একই জায়গায় বিক্ষোভ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজধানীর মধ্য এলাকায় একযোগে সাতটি দলের বিক্ষোভের কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের সমাগমে সড়কে যানজটের সৃষ্টি হতে পারে। এ জন্য নগরবাসী দুর্ভোগের সম্মুখীন হতে পারেন। যদিও আজ ও আগামীকাল সকালে বিসিএস পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য এই সাত দল কর্মসূচি বিকেলে করার সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।

সম্পর্কিত নিবন্ধ