আইওএস, আইপ্যাডওএসসহ নিজেদের বিভিন্ন অপারেটিং সিস্টেমে ‘জিরো ডে’ ঘরানার দুটি নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ার পর তড়িঘড়ি করে সেগুলোর সমাধান করেছে অ্যাপল। পুরোনো সব সংস্করণে নিরাপত্তাত্রুটিগুলো থেকে যাওয়ায় সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত আইওএস, আইপ্যাডওএসসহ বিভিন্ন অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের এক নিরাপত্তা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভয়ংকর এ ত্রুটিগুলো কাজে লাগিয়ে আইফোনসহ অ্যাপলের বিভিন্ন যন্ত্রে দূর থেকে নতুন কোড যুক্ত করে ব্যবহারকারীদের অজান্তেই নিয়ন্ত্রণ করা যেত। ত্রুটিগুলো ব্যবহার করে এরই মধ্যে সীমিত পরিসরে সাইবার হামলা চালানো হয়েছে। তাই সব ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে।

অ্যাপলের তথ্যমতে, ‘সিভিই-২০২৫-৩১২০০’ নামের জিরো ডে ত্রুটিটি যৌথভাবে শনাক্ত করেছে অ্যাপল ও গুগলের ‘থ্রেট অ্যানালাইসিস গ্রুপ’। অন্যদিকে ‘সিভিই-২০২৫-৩১২০১’ ত্রুটি শনাক্ত করেছে অ্যাপল। পুরোনো সব সংস্করণে নিরাপত্তাত্রুটিগুলো এখনো থেকে যাওয়ায় সাইবার হামলার শিকার হতে পারেন ব্যবহারকারীরা।

এ বছর অ্যাপল মোট পাঁচটি জিরো ডে নিরাপত্তাত্রুটি শনাক্ত করে সমাধান করেছে। নতুন জিরো ডে ত্রুটিগুলোর সমাধান যেসব সংস্করণে পাওয়া যাবে সেগুলো হলো আইওএস ১৮.

৪.১, আইপ্যাডওএস ১৮.৪.১, ম্যাকওএস সিকোয়িয়া ১৫.৪.১, টিভিওএস ১৮.৪.১ এবং ভিশনওএস ২.৪.১।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স স করণ ব যবহ র আইপ য ড ক ত কর অ য পল

এছাড়াও পড়ুন:

ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।

আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।

ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।

আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা