অভিনেত্রী পূজা হেগড়ের মুখে সবসময় তাঁর সহশিল্পীদের কাজের প্রশংসা শোনা যায়। তার ব্যতিক্রম ঘটল এবার। সহশিল্পীর বিরুদ্ধে আনলেন গুরুতর অভিযোগ। দক্ষিণ ভারতীয় এ অভিনেত্রীর দাবি, অভিনেতা বরুণ ধাওয়ান তাঁকে পানিতে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।

বলিউড তারকা বরুণ ধাওয়ান যখন তাঁর জন্মদিন উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই এ অভিযোগ এনেছেন পূজা; যা শুনে অনেকে চমকে গেছেন। এ অভিযোগ যে নিছক মজার করার জন্য, তা জানিয়ে দিতেও খুব একটা সময় নেননি পূজা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’ ছবির শুটিংয়ের বেশ কিছু ছবি শেয়ার করেন তিনি। যেখানে বরুণের সঙ্গে লাইভ জ্যাকেট পরে তাঁকে রাবারের নৌকায় ভাসতে দেখা গেছে; যার একটি ছবিতে দেখা যাচ্ছে, পূজাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করছেন অভিনেতা। তবে দু’জনের হাসিমুখ থেকে বোঝা যায়, ভয়ংকর কোনো কিছু করার উদ্দেশ্য নয়, মজার ছলে এটি করছেন বরুণ। বাকি দুটি ছবিতে অভিনেতা-অভিনেত্রী লাভ ইমোজি তুলে ধরায়, মজা করার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

ছবির ক্যাপশনে পূজা লিখেছেন ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা বরুণ। তোমার এই পাগলামি যেন আমাকে সারাজীবন হাসাতে থাকে!’ পোস্টের এই ক্যাপশন থেকে সত্যি ঘটনাটা বুঝতে সময় লাগেনি নেটিজেনদের; যাদের অনেকে এ জুটির প্রথম সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’-এর সাফল্য কামনাও করেছেন।  

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প জ হ গড়

এছাড়াও পড়ুন:

শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।

বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ