Risingbd:
2025-11-03@01:07:36 GMT

ঢাকা লিগের রোল অব অনার

Published: 29th, April 2025 GMT

ঢাকা লিগের রোল অব অনার

ঢাকা প্রিমিয়ায়র ডিভশন ক্রিকেট লিগের ট্রফির অপর নাম যেন আবাহনী লিমিটেড। দেশের পট পরিবর্তনের পর আর্থিকসহ নানা সমস্যার মুখে পড়ে আকাশি নীল জার্সিধারী ক্লাবটি। তবু বদলায়নি মাঠের ক্রিকেটের পারফরম্যান্স। প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং  ক্লাবকে হারিয়ে এবারের আসরের ট্রফিও নিজেদের শো-কেসে নিয়েছে আবাহনী। এটি ক্লাবটির ২৪তম ট্রফি।

ডিপিএলের রোল অব অনার (২০০০ সাল থেকে):

মৌসুম চ্যাম্পিয়ন রানার্সআপ
২০২৪-২৫     আবাহনী মোহামেডান
২০২৩-২৪ আবাহনী মোহামেডান
২০২২-২৩          আবাহনী শেখ জামাল ধানমন্ডি ক্লাব  
২০২১-২২     শেখ জামাল ধানমন্ডি ক্লাব লেজেন্ড অব রূপগঞ্জ
২০১৯-২০ আবাহনী  প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     







২০১৮-১৯    আবাহনী      লেজেন্ড অব রূপগঞ্জ
২০১৭-১৮    আবাহনী      লেজেন্ড অব রূপগঞ্জ
২০১৬-১৭    গাজী গ্রুপ ক্রিকেটার্স     প্রাইম দোলেশ্বর
২০১৫-১৬    আবাহনী      প্রাইম দোলেশ্বর
২০১৪-১৫    প্রাইম ব্যাংক     প্রাইম দোলেশ্বর
২০১৩-১৪    গাজী ট্যাংক    শেখ জামাল ধানমন্ডি ক্লাব
২০১১-১২    ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব      ওল্ডডিওএইচএস
২০১০-১১    আবাহনী      মোহামেডান
২০০৯-১০    মোহামেডান    বিমান বাংলাদেশ
২০০৮-০৯    আবাহনী      সূর্যতরুণ
২০০৭-০৮    আবাহনী      বিমান বাংলাদেশ
২০০৬-০৭    আবাহনী      মোহামেডান
২০০৫-০৬     ওল্ডডিওএইচএস     সোনারগাঁও ক্রিকেটার্স
২০০৪-০৫     ওল্ডডিওএইচএস     সিটি ক্লাব
২০০২-০৩    ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব      মোহামেডান ও সিটি ক্লাব
২০০১-০২    ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব      মোহামেডান
২০০০-০১    মোহামেডান     আবাহনী

আরো পড়ুন:

‘কলঙ্কমুক্ত হলো কী না’ প্রশ্নে যা বললেন আবাহনী কোচ

টিম গড়া থেকে সবকিছুতেই চ্যালেঞ্জ ছিল, এ বছরের ট্রফি স্পেশাল: মোসাদ্দেক

* ২০০৩-০৪ ও ২০১২-১৩ মৌসুমে লিগ হয়নি

ঢাকা লিগের সফল ক্লাব:
ক্লাব    শিরোপা
আবাহনী লিমিটেড     ২৪ বার
মোহামেডান স্পোর্টিং ক্লাব     ৯ বার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স    ৬ বার
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব    ৪ বার
ওল্ডডিওএইচএস ক্রিকেট ক্লাব    ২ বার
ব্রাদার্স ইউনিয়ন     ১ বার
গাজী ট্যাংক ক্রিকেটার্স     ১ বার
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব     ১ বার
গাজী গ্রুপ ক্রিকেটার্স     ১ বার
শেখ জামাল ধানমন্ডি ক্লাব     ১ বার

 

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ খ জ ম ল ধ নমন ড

এছাড়াও পড়ুন:

দুই মিনিটের বিতর্কিত দৃশ্য দিয়ে আলোচনায়, পরে বলিউডকে বিদায় জানান সেই অভিনেত্রী

বলিউডের ইতিহাসে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁরা শূন্য থেকে শুরু করে রাতারাতি পরিচিতি পেয়েছেন; পরে আবার হঠাৎই হারিয়ে গেছেন। কিমি কাতকার তেমনই একজন। ১৯৮০-এর দশকে বলিউডে তিনি ছিলেন আলোচিত ও সাহসী অভিনেত্রীদের একজন।

কিমির উত্থান
আশির দশকটি বলিউডে সৃজনশীল ও পরিবর্তনের সময় ছিল, যেখানে অনেক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী তাঁদের ছাপ ফেলেছেন। কিমি ছিলেন সেই সময়ের অন্যতম উদীয়মান নায়িকা। পর্দায় সাহসী দৃশ্যের জন্য তিনি ব্যাপক পরিচিতি পান। যদিও তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার ছিল খুবই সংক্ষিপ্ত; কিন্তু এর মধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দেন।

মুম্বাইতে জন্ম নেওয়া কিমি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে, পরে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। ১৯৮৫ সালে ‘অ্যাডভেঞ্চার অব টারজান’ দিয়ে আলোচিত হন তিনি। সিনেমার সাফল্য তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। হেমন্ত বীরজের সঙ্গে জুটি বেঁধে তিনি দর্শকদের মন মাতিয়ে দেন। তবে এ ছবিতেই একটি নগ্ন দৃশ্যে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন। দৃশ্যটি নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘সেই সময় আমি জানতাম না এই দৃশ্য কতটা বিতর্কিত হবে। কিন্তু অভিনয় আমার জন্য সব সময় ছিল সত্যিই একটি চ্যালেঞ্জ।’ এরপর ১৯৮০-এর দশকের শেষের দিকে অমিতাভ বচ্চন, অনিল কাপুর, গোবিন্দ ও আদিত্য পঞ্চোলির সঙ্গেও সিনেমা করেন তিনি। তাঁর নাচ ও অভিনয়ের দক্ষতা দর্শকদের কাছে তাঁকে প্রিয় করে তোলে।

‘অ্যাডভেঞ্চার অব টারজান’-এ কিমি কাতকার। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ