ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন গত ১১ বছরেরও বেশি সময় ধরে ভাত খাওয়া থেকে বিরত রয়েছেন। 

২০১৪ সালে মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রান্না করা খাবার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেলে দেন। এ ঘটনার পর থেকে তিনি ভাত খাওয়া বন্ধ করে দেন। 

এই সিদ্ধান্তের পর থেকে তার শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যেতে শুরু করে। ধীরে ধীরে নানা রোগ বাসা বাঁধে। সম্প্রতি জানা গেছে, তিনি ক্যান্সারে আক্রান্ত। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলমান ছিল।

নিজাম উদ্দিনের এই ঘটনা সম্প্রতি বিএনপির মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে প্রকাশ করলে বিষয়টি নজরে আসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। 

তার নির্দেশে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে একটি প্রতিনিধিদল ফরিদপুরে নিজাম উদ্দিনের খোঁজখবর নিতে যান। সেই দলে ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা.

রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’- এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। 

তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে নিজাম উদ্দিনের উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা করেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার টিভি হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহজাহান আলী বলেন, “নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। তার শারীরিক অবস্থা জটিল। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আসছিলাম। তবে তার অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা প্রয়োজন ছিল। আমরা তার পরিবার ও দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।”

এসময় ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনসহ জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, নিজাম উদ্দিন বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল রয়েছেন। এতে তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হয়ে পড়ছে। এ কারণে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

নিজাম উদ্দিনের এই অবস্থা এবং তার প্রতিজ্ঞার বিষয়টি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

ঢাকা/তামিম/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ অবস থ

এছাড়াও পড়ুন:

পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত, হামলার শঙ্কায় সতর্ক ইসলামাবাদ

কাশ্মীর হামলা ঘিরে ভারত–পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহতভাবে বাড়ছে। মঙ্গলবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি এলাকা থেকে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমানকে পিছু হটিয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদের আশঙ্কা, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। তাই পরিস্থিতি মোকাবিলায় নিজেদের আকাশসীমার নিরাপত্তা ও বিমানবন্দরগুলোয় সতর্কতা জারি করেছে দেশটি। এরই মধ্যে বুধবার পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ভারত।

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘পাকিস্তান আগবাড়িয়ে উসকানিমূলক কোনো পদক্ষেপ নেবে না। তবে উসকানি দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে।’ মঙ্গলবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটেও তিনি একই ধরনের কথা বলেছিলেন।

ভারতের অমৃতসরে ভারত-পাকিস্তান সীমান্তের আতারি-ওয়াঘা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছেন ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) এক সদস্য। ২৫ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ