ছিপছিপে গড়নের লাস্যময়ী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ২০০৭ সালে বলিউডে পা রাখেন। অভিষেকে সহশিল্পী হিসেবে বলিউড বাদশা শাহরুখ খানকে পান। ‘ওম শান্তি ওম’ সিনেমার পর ৭ বছরের বিরতি নিয়ে ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় পর্দা ভাগ করে নেন এই যুগল। এরপর এক দশকের বিরতি নিয়ে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের সঙ্গে পর্দায় দ্যুাতি ছড়ান দীপিকা। পঞ্চমবারের মতো পর্দায় হাজির হতে যাচ্ছেন এই জুটি।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, খানিকটা সময় নিয়েই এখন সিনেমার কাজ করছেন বলিউড বাদশা শাহরুখ খান। গত এক বছরের বেশি সময় ধরে তার নতুন সিনেমা ‘কিং’ নিয়ে নানা আলোচনা চলছে। এ সিনেমায় সহশিল্পী হিসেবে কাজ করছেন তার কন্যা সুহানা খানও। এতেই শাহরুখের সঙ্গে জুটি বাঁধবেন দীপিকা। এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।

একটি সূত্র পিঙ্কভিলাকে বলেন, “কিং’ সিনেমায় দীপিকা পাড়ুকোন অভিনয় করুক, শাহরুখ খান এটা সবসময়ই চেয়েছেন। প্রাথমিকভাবে দীপিকার শুটিং শিডিউল মিলছিল না। কারণ গত বছরের শেষের দিকে মা হয়েছেন দীপিকা। ফলে নবজাতকের সঙ্গে সময় কাটানোর জন্য সময় নিচ্ছিলেন। তাছাড়া ফিট হওয়ার জন্য জিমে যাওয়া শুরু করেন। এ কারণে ‘কিং’ সিনেমার কাজও পিছিয়েছে। এখন শিডিউল জটিলতা কেটেছে এবং সিনেমাটির মাধ্যমে ফিরছেন দীপিকা।”

আরো পড়ুন:

বিলাসবহুল ফ্ল্যাট বেচে দিলেন শাহরুখের স্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসল ইডেনে

‘জওয়ান’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যায় দীপিকাকে। তবে ‘কিং’ সিনেমায় এমনটা নয়। বরং বড় চরিত্রে দেখা যাবে দীপিকাকে। এ সিনেমা সংশ্লিষ্ট সূত্রটি বলেন, “সমস্ত আলোচনা, শুটিংয়ের সময় নির্ধারণের পর দীপিকা পাড়ুকোনকে সিনেমাটিতে রাখার সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছে।”

চলতি বছরের দ্বিতীয়ার্ধে ‘কিং’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করবেন— অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত। আগামী বছরের দ্বিতীয়ার্ধে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বছর র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। যুব ওয়ানডেতে আছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের ম্যাচ। ওভাল টেস্টের দ্বিতীয় দিন আজ।ত্রিদেশীয় যুব ওয়ানডে

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯–জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯
দুপুর ১–১৫ মি., জিম্বাবুয়ে ক্রিকেট ইউটিউব চ্যানেল

১ম টি–টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
সকাল ৬টা, পিটিভি স্পোর্টস

বুলাওয়ে টেস্ট–৩য় দিন

জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস

ওভাল টেস্ট–২য় দিন

ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১

টেনিস

কানাডিয়ান ওপেন
রাত ৯–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

সম্পর্কিত নিবন্ধ